Advertisement

স্ত্রী BLO, তাই ফর্ম বিলি করছেন TMC নেতা? দাসপুরের ঘটনায় শোরগোল

পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ২ নম্বর ব্লকে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, BLO স্ত্রীর বদলে তৃণমূল নেতা স্বামী বাড়ি বাড়ি গিয়ে SIR-এর ফর্ম বিলি করছেন। এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

Aajtak Bangla
  • দাসপুর, পশ্চিম মেদিনীপুর ,
  • 06 Nov 2025,
  • अपडेटेड 5:37 PM IST
  • BLO স্ত্রীর বদলে বাড়ি বাড়ি ফর্ম বিলি স্বামীর
  • স্বামী স্থানীয় তৃণমূল নেতা
  • দাসপুরের ঘটনা ঘিরে শোরগোল

স্ত্রী BLO। অথচ তাঁর বদলে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে SIR প্রক্রিয়ার এনুমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন স্বামী। যিনি স্থানীয় তৃণমূল নেও বটে। দাবি করছেন, যেহেতু এলাকাবাসীর কাছে তিনি পরিচিত তাই ফর্ম হাতে তিনিই পৌঁছে যাচ্ছেন। ফলে স্বাভাবিক ভাবেই পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। কাজটি সম্পূর্ণ বেআইনি বলেও সরব বিরোধীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের ১৬৯ নম্বর কেলেগোদা গ্রামে। বিষয়টি জানাজানি হতেই ব্লক প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে BJP। এছাড়াও কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনারের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। 

অভিযোগ, দাসপুরের ২ নম্বর ব্লকের ১৬৯ নম্বর কেলেগোদা গ্রামের পূর্ব বুথের BLO ঋতুপর্ণা মানিক হাজরার পরিবর্তে তাঁর স্বামী তথা তৃণমূল নেতা অসীম হাজরা SIR-এর ফর্ম বিলি করছেন।  বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্লক প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে BJP। এবিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন, 'কোন বুথে কে BLO হবেন তা ঠিক করেছে নির্বাচন কমিশন। বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। এবিষয়ে তৃণমূলের কোনও ইনভলভমেন্ট নেই।' 

অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। দাসপুর ২ নম্বর ব্লকের BDO প্রবীর কুমার সিট ও  ERO অতনু দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা সংবাদমাধ্যমে কিছু বলতে রাজি হননি। তবে জানিয়েছেন, অভিযোগ পেয়ে ওই BLO-কে শোকজ করা হয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement