আপাতত শান্ত মুর্শিদাবাদ। নববর্ষ থেকেই খুলেছে দোকানপাট। বসেছে বাজার। রাস্তাঘাটে মানুষজন বেরোচ্ছেন। দিকে দিকে দিন কয়েকের অশান্তির চিহ্ন ছড়িয়ে। কোথাও পোড়া বাড়ি। কোথাও ভাঙা মন্দির। দিন কয়েক পর স্বাভাবিক হল ইন্টারনেট পরিষেবা।
ওয়াকফের বিরোধিতায় অশান্তির আঁচ যাতে পড়তে পারে সে কারণে গত ৯ এপ্রিল থেকেই কিছু কিছু জায়গায় বন্ধ ছিল ইন্টারনেট। এরপর অশান্তির আগুন জ্বললে জঙ্গিপুর সাব ডিভিশনের একটা বড় অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। এখন ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হলেও সামশেরগঞ্জে এখনও বন্ধই রাখা হয়েছে।
জানা যাচ্ছে, ১৬৩ ধারা এখনই উঠছে না। বুধবার সন্ধে ৬টা পর্যন্ত ১৬৩ ধারা বলবৎ থাকবে। আজ ধুলিয়ানে তৃণমূলের পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদার দোকানে আগুন লাগানোর অভিযোগ ওঠে।
এই আবহেই আজ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে সম্মেলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এই সভার আয়োজন করেছে ‘অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জেম সোশাল অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন’। সেখানেই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হওয়ার পর থেকে রাজ্যে ছড়িয়ে পড়ে অসন্তোষের ঢেউ। বিশেষত, সংখ্যালঘু সমাজের একাংশের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। আইনটির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে বিক্ষোভ। যার অন্যতম কেন্দ্রবিন্দু মুর্শিদাবাদ ও মালদার জেলার বেশ কিছু এলাকা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে, মুর্শিদাবাদের বেশ কয়েকটি এলাকায় সংঘর্ষে ৩ জনের প্রাণহানিও ঘটেছে।