Advertisement

Nawshad Siddiqui: ভারতে রোহিঙ্গা অনুপ্রবেশ কেন্দ্র-রাজ্যের ব্যর্থতা, BJP-TMC-কে নিশানা নওশাদের

অশোকনগর চৌরঙ্গী মোড়ের কাছে 'অধিকার যাত্রা' নামে একটি সভা করে ISF। সোমবার ১১ অগাস্ট সন্ধেয় এই কর্মসূচি হয়। তার আগে মিছিল করা হয়। সভায় প্রধান বক্তা ছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। 

নওশাদ সিদ্দিকি- ফাইল ছবি।নওশাদ সিদ্দিকি- ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Aug 2025,
  • अपडेटेड 2:22 PM IST

অশোকনগর চৌরঙ্গী মোড়ের কাছে 'অধিকার যাত্রা' নামে একটি সভা করে ISF। সোমবার ১১ অগাস্ট সন্ধেয় এই কর্মসূচি হয়। তার আগে মিছিল করা হয়। সভায় প্রধান বক্তা ছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মন্তব্য করেন নওশাদ। শওকত মোল্লার মন্তব্যের পরিপ্রেক্ষিতে নওশাদ বলেন, 'আমি ভাঙড়ে শান্তির কথা বলি। ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল সার্টিফিকেট ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দিয়েছে, কিন্তু আমাকে দেয়নি।' 

শওকতের উদ্দেশ্যে আরও বলেন, "ভাইজান বলেন রাজ্যের ২৯৪টি আসনেই প্রার্থী দেওয়ার মতো জায়গায় এখনও সংগঠন পৌঁছয়নি। তবে ১০০ এর অধিক জায়গায় আমরা সংগঠন ব্যাপকভাবে তৈরি করেছি। আগামী নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা বামফ্রন্ট, জাতীয় কংগ্রেস এবং আরও যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়ে একসঙ্গে লড়তে চাই।' 

তৃণমূলের আইপ্যাক নিয়ে নওশাদ সিদ্দিকির বক্তব্য, 'আমার তথ্য সরকারের কাছে যাওয়া উচিত, কোনও রাজনৈতিক দলের সংস্থার কাছে নয়। এটা অন্যায় করছে। নাটক করছে তৃণমূল।'

রাজ্যের মুখ্যসচিব নির্বাচন কমিশনকে চিঠি প্রসঙ্গে বলেন, 'আইনের ঊর্ধ্বে কেউ নয়। একটা কেউ ছাড় পাবে না। আজকে ক্ষমতায় আছে দাম্ভিকতা দেখাতে পারে। আইন বহির্ভূত কাজ যেই করবে কেউ ছাড় পাবে না।'

তিনি আরও বলেন, ভারত সরকার শরণার্থী কার্ড দিচ্ছে, যদি কার্ড নিয়ে তারা বসবাস করেন তাহলে আমি আপনি বলার কেউ নই। পাশাপাশি তিনি রোহিঙ্গা নিয়ে কেন্দ্র এবং রাজ্য দু'জনকেই দোষারোপ করলেন। রোহিঙ্গা যদি প্রবেশ করে একদিকে যেমন সীমান্ত বিএসএফ পাহারা দিচ্ছে তাদের ব্যর্থতা, অন্যদিকে রাজ্যে বসবাস করলে রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স তাদের ব্যর্থতা।

Read more!
Advertisement
Advertisement