সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের পরাজয় ঘুম ছুটিয়ে দিয়েছে নেতৃত্বের। পঞ্চায়েত ভোটের আগে কেন এমন ফল তা নিয়ে ময়নাতদন্ত শুরু হয়ে গিয়েছে। যখন দলকে সংঘটিত থাকার কথা বলছে শীর্ষ নেতৃত্ব ঠিক তখনি উত্তর দিনাজপুরে তৃণমূলের চিন্তা বাড়াচ্ছে দলের গোষ্ঠী কোন্দল। এর মাঝেই সরাসরি দলনেত্রীকে উদ্দেশ্য করে দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তৃণমূলের জেলা সভাপতি তথা ইসলামপুরের পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়ালের বিরুদ্ধে সরব হয়েছেন আব্দুল করিম চৌধুরী।
ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দু'দিনের মধ্যে তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল ও ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তিনি বিধায়ক পদ ছাড়াবেন। প্রয়জনে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন হুঁশিয়ারিও দিয়েছেন বিধায়ক করিম চৌধুরী।
আব্দুল করিম চৌধুরীর বক্তব্য, আমার শত্রুকে ব্লক প্রেসিডেন্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে দাবিয়ে রাখার চেষ্টা করছেন। এটা কোন অবস্থাতেই মেনে নেবনা। প্রয়োজনে আমি তৃণমূলের বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়ে নির্দল হিসেবে লড়াই করব।
প্রসঙ্গত, রাজনৈতিক বিবাদের জেরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মাটিকুন্ডা এক গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মাটিকুন্ডা এলাকায় বোমার আঘাতে এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়। এই মৃত্যুকে কেন্দ্র করে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি বলেন যবে থেকে উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের সভাপতি হিসেবে কানাইলাল আগরওয়াল দায়িত্ব পেয়েছেন তবে থেকেই এখানে খুন সন্ত্রাস বেড়ে গিয়েছে। বারবার এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানালেন নেত্রী জেলা সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে তাকেই দাবিয়ে রাখার চেষ্টা করছে। করিম চৌধুরীর স্পষ্ট বক্তব্য, এই ধরনের ঘৃণ্য কাজ আমি কোন অবস্থাতেই বরদাস্ত করব না। প্রয়োজনে আমি তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দিব।
উল্লেখ্য, রাজনৈতিক রাজনৈতিক বিবাদকে ঘিরে ইসলামপুরের মাটিকুন্ডা এক গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মাটি কুন্ডা এলাকায় গতকাল গভীর রাতে গোষ্ঠী কোন্দলের জেরে গুলি বোমা চলে। আর এই বোমার আঘাতে ৩০ বছর বয়সী সিভিক ভলেন্টিয়ার সাকিব আক্তারের মৃত্যু হয়। মাটি কুন্ডা এক গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বোমা মারার অভিযোগ উঠেছে। মৃত শাকিবের দাদা শাহানাজ ইসলামপুর তৃণমূল কংগ্রেসের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ। খবর পেয়েই ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন বিধায়ক করিম চৌধুরী। হাসপাতালে মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দুদিনের মধ্যে তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল ও ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দল ছেড়ে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক করিম চৌধুরী। এদিকে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ইসলামপুর জুড়ে।।