খুনের পাল্টা খুন। সোমবার সকালে জোড়া খুনে উত্তপ্ত হয়ে ওঠে জয়নগর। এদিন সকালে বামনগাছির পঞ্চায়েত সদস্য-তৃণমূল সভাপতি সইফুদ্দিন লস্করকে(৪৩) গুলি করে খুন করা হয়। ঘটনায় এক অভিযুক্তকে ধরে ফেলে স্থানীয়রা। এরপর গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু হয় বলে অভিযোগ। আর এক অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে।
মৃত সইফুদ্দিন লস্কর বামনগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি। তাঁর স্ত্রী সেরিফা বিবি লস্কর বামনগাছিরই গ্রাম পঞ্চায়েতের প্রধান।
সূত্রের খবর, সম্প্রতি জামাত থেকে ফিরেছিলেন সইফুদ্দিন লস্কর। সকালে নিয়মিত নমাজ পাঠ করতেন। অভ্যাস মতো সকালে মসজিদের উদ্দেশে রওনা দেন। তাঁর বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই মসজিদ। সেই মসজিদ যাওয়ার পথেই তাঁকে পাঁচজন দুষ্কৃতী মিলে গুলি করে বলে অভিযোগ। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসে। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জয়নগর এক নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
সেই সময়েই এক অভিযুক্তকে ধরে ফেলে গ্রামবাসীরা। ঘটনাস্থলেই তাকে পিটিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ। অপর এক অভিযুক্ত পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
তৃণমূল নেতা শওকত মোল্লার দাবি, বিজেপি ও সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা মিলেই সইফুদ্দিন লস্করকে খুন করেছে। এরপরেই রণক্ষেত্র হয়ে ওঠে বামনগাছি। দলুয়াখাঁটি গ্রামে একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বাড়ি-ঘর, দোকানও ভাঙতুর করা হয়েছে।