প্রেমিকার সঙ্গে সম্পর্কে অবনতির জেরে আত্মঘাতী হলেন এক যুবক। স্থানীয়রা এমনটাই অভিযোগ করেছেন। জানা গেছে, ২৫ বছর বয়সী যুবক শুভঙ্কর মাহাতো প্রেমিকার সঙ্গে বচসার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শুভঙ্করের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে শোকে মুহ্যমান হয়ে তাঁর ৬৫ বছর বয়সী ঠাকুমা কমলা মাহাতোও মারা যান। মর্মান্তিক এই ঘটনা ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের পাটাশিমুল অঞ্চলের পারুলিয়া গ্রামের।
পরিবারের সদস্যরা জানান, গতকাল রাতে শুভঙ্কর কাজ থেকে ফিরে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। দরজায় ডাকাডাকির পর সাড়া না পেয়ে পরিবারের লোকেরা তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। ওই সময়ই তাঁর ঠাকুমা শোকে ভেঙে পড়েন। এবং মৃত্যু হয় তাঁরও। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমিকার সঙ্গে বচসার জেরেই এই ঘটনা ঘটেছে।
খবর দেওয়া হয় পুলিশে। তাঁরা এসে দেহদুটি উদ্ধার করে নিয়ে যায়। ওই যুবকের দেহ ময়নাতদন্ত হবে। গোটা ঘটনায় পরিবার ও এলাকাবাসী গভীর শোকাহত। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। এ ধরনের মর্মান্তিক ঘটনা সমাজে সম্পর্কের জটিলতা ও মানসিক স্বাস্থ্যের গুরুত্বকে নতুন করে সামনে নিয়ে এসেছে।