শালবনীতে রাজ্যের শিল্পভবিষ্যৎ নির্মাণের পথে এক নতুন অধ্যায় শুরু হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জিন্দল স্টিল অ্যান্ড পাওারের চেয়ারম্যান সজ্জন জিন্দলের উপস্থিতিতে আজ শালবনিতে ২০০০ একর জমির উপর তাপবিদ্যুৎকেন্দ্র এবং একটি শিল্প পার্কের শিলান্যাস সম্পন্ন হল। এই প্রকল্প রাজ্যে উন্নয়নের গতি বাড়াবে বলে মনে করা হচ্ছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এবং বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঘাটালের তৃণমূল সাংসদ দেব।
সৌরভ বলেন, 'শালবনীর তাপবিদ্যুৎকেন্দ্রে গোটা রাজ্যেরই সার্বিক উন্নয়ন হবে। আশাকরি আগামী পাঁচ বছর অনেকের জন্য দারুণ কাটবে। অনেকের চাকরি। আমি মুখ্যমন্ত্রী এবং সজ্জন জিন্দলজিকে ধন্যবাদ জানাই।'
তৃণমূল সাংসদ দেব বলেন, 'যাঁরা বলেন বাংলার উন্নয়ন হচ্ছে না, তাঁরা একবার এসে দেখে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে কাজ করে চলেছেন। আমি গর্বিত যে এই প্রকল্প আমার এলাকা শালবনিতে হল। আশা করি ভবিষ্যতে আরও বড় শিল্প আসবে।'
সজ্জন জিন্দল বলেন, 'গত দশ বছরে শালবনিতে অনেক উন্নতি হয়েছে। এই এলাকার জমি কৃষকদের, তাই তাঁদের স্বার্থে কাজ করাটাই আমাদের লক্ষ্য। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন কৃষকদের সুরক্ষার কথা। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এই তাপবিদ্যুৎ প্রকল্পে কোনওরকম দূষণ হবে না। রাজ্যে বিদ্যুৎ চাহিদা দ্রুত বাড়ছে, তাই এই প্রকল্প জরুরি।'
তিনি আরও বলেন, 'পশ্চিমবঙ্গের উন্নয়নে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পশ্চিমবঙ্গ এগোলে দেশও এগোবে। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।'