Advertisement

Joy Banerjee on Sukanta Majumdar : দেড় লক্ষাধিক ভোটে হারাকে যারা রিগিং বলে তারা ফিডিং বোতল নেতা! সুকান্তকে তোপ জয়ের

Joy Banerjee on Sukanta Majumdar: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP State President Sukanta Majumdar)-কে কটাক্ষ দলত্যাগী বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের। শনিবার তিনি দল ছাড়তে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-কে চিঠি দিয়েছেন।

জয় বন্দ্যোপাধ্যায় এবং সুকান্ত মজুমদার
বৈদ্য়নাথ ঝা
  • হাওড়া,
  • 07 Nov 2021,
  • अपडेटेड 12:16 AM IST
  • দেড় লক্ষাধিক ভোটে হারাকে যাঁরা রিগিং বলেন, তাঁরা ফিডিং বোতল নেতা
  • নাম না করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কটাক্ষ দলত্যাগী বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের
  • শনিবার তিনি দল ছাড়তে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন

Joy Banerjee on Sukanta Majumdar: যাঁর এখনও রাজনৈতিক পরিপক্কতা এল না, যাঁর এখনও কথা বলার জড়তা কাটেনি, সে জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee)-এর বিচার করছে। নাম না করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP State President Sukanta Majumdar)-কে কটাক্ষ দলত্যাগী বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের। শনিবার তিনি দল ছাড়তে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-কে চিঠি দিয়েছেন।

সুকান্ত যা বলেছিলেন
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP State President Sukanta Majumdar) শনিবার জয় বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়া প্রসঙ্গে বলেছিলেন, জয় থাকলেন, না গেলেন, তাতে বিজেপির কিছু যায় আসে না। 

আর তার ২৪ ঘন্টার মধ্যে জয় বন্দোপাধ্যায় (Joy Banerjee) সুকান্ত মজুমদারকে একের পর এক তোপ দাগলেন। তিনি কটাক্ষ করেন, জাতীয় কার্যকরী কমিটির সভা হচ্ছে দিল্লিতে। অথচ দিল্লি থেকে বলে দেওয়া হয়েছে, শুধু দিলীপ ঘোষ এলেই চলবে।

ছায়া সভাপতি
সুকান্তবাবু (BJP State President Sukanta Majumdar)-কে তিনি (Joy Banerjee) ছায়া সভাপতি বলে কটাক্ষ করেন। তিনি বলেন, যাঁর এখনও রাজনৈতিক পরিপক্কতা এল না, যাঁর এখনও কথা বলার জড়তা কাটেনি, সে জয় বন্দ্যোপাধ্যায়কে বিচার করছে। তিনি সুকান্তবাবুকে জয় বন্দোপাধ্যায়ের ইতিহাস মনে করিয়ে দিয়ে বলেন।

জানান, এই জয় বন্দোপাধ্যায় দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত সর্বত্র দাপটের সঙ্গে সভা  করে এসেছে। বিজেপির লোকেরা মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় ঢুকতে ভয় পেত। সেখানে সে বিজেপির ঝান্ডা লাগিয়ে এসেছে। দেড় লক্ষাধিক ভোটে হারাকে যারা রিগিং বলে, তারা ফিডিং বোতল নেতা। তিনি সুকান্তবাবুর সভাপতি পদে থাকার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি (Joy Banerjee) বলেন, ভবানীপুরে বিজেপি মুখ দেখাতে পারলেও বাকি ৪টে বিধানসভার উপনির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছে প্রার্থীদের। এই ঘটনার পরে তার পদত্যাগ করে দেওয়া উচিত ছিল। পাশাপাশি তিনি দাবি করেন, বাংলাতে জয় বন্দোপাধ্যায়ের অবদান আছে। ওঁর লজ্জা থাকা উচিত।

Advertisement

তিনি (Joy Banerjee) আরও বলেন, বাংলার মানুষ জয়কে চেনেন ও ভালোবাসেন। দল ছাড়ার কথা শোনার পর বহু কর্মী তাঁকে ফোন করে কান্নাকাটিও করেছেন। এই ঘটনায় প্রমান হলো যে জয় বন্দোপাধ্যায় ঠিক পথে এগোচ্ছে।

পাশাপাশি তিনি (Joy Banerjee) বলেন, বিজেপিতে এখন আর মাটির গন্ধ নেই, বিজেপির পাশে সাধারণ মানুষ নেই। তাই এই বিজেপি আর এই রাজ্যে অগ্রসর হতে পারবে না। তিনি দাবি করেন, যারা বাংলার মানসিকতা ও আবেগ বোঝে, তাদের নিয়ে আলোচনা না করে শুধু সন্ত্রাস, রিগিং বলে চললে আরও জনবিচ্ছিন্ন হবে দল।

তিনি (Joy Banerjee) বলেন, কারণ রিগিং করে দেড় লক্ষের বেশি ভোটে জেতা যায় না। তিনি অভিযোগ করেন, কর্মীরা মার খাচ্ছে, লাঞ্চিত হচ্ছে। অথচ কর্মীদের কোনও দিশা দেখাতে পারছেন না নেতারা। এইসব নেতাদের যোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন তিনি।

কেন্দ্রীয় নেতৃত্বকে কটাক্ষ
পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে কটাক্ষ করে বলেন কর্মীরা যখন মার খাচ্ছে তখন উনি বাগনানে বসে মহিলা পরিবেষ্টিত হয়ে ঢোল বাজাচ্ছিলেন। বাংলার মানুষ তাকে ঝাড়ু মেরে বিদেয় করেছে। তিনি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, তাদের জন্য তিনি মর্মাহত। কিন্তু বিজেপি ছাড়া ভিন্ন কোনো রাস্তা তার কাছে আর ছিল না। 

তোলপাড়
প্রসঙ্গত শনিবার মেল করে দল ছাড়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-কে জানান বিজেপির প্রাক্তন সহ-সভাপতি জয় বন্দোপাধ্যায়। তারপর থেকেই তার দল ছাড়াকে কেন্দ্র করে রাজ্য বিজেপির অন্দরমহলে তোলপাড় শুরু হয়। রাহুল সিনহা তাঁর পদত্যাগের কথা অস্বীকার করলেও বিজেপির অন্যান্য রাজ্য নেতারা স্ববিরোধী বক্তব্য রেখে বিষয়টিকে ধামা চাপা দেওয়ার চেষ্টাও চালান।

বিধানসভার ফলাফলের পর থেকে যেভাবে একের পর এক বিজেপি নেতা দল ছাড়ছেন, তাতে কর্মীদের মনোবল বারবার আঘাত পাচ্ছে, এটা নিয়ে কোনও দ্বিমত রাখছে না রাজনৈতিক মহল।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement