জুনিয়র ডাক্তার ও রাজ্য প্রশাসনের মধ্যে মধ্যস্থতা করার ইচ্ছাপ্রকাশ করেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, রত্নাবলী রায় সহ বেশ কয়েকজন বিদ্বজ্জনেরা। রবিবার একটি ইমেলে তাঁরা অনশনকারী চিকিৎসকদের স্বাস্থ্য়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন, পাশাপাশি অচলাবস্থা কাটাতে দু'পক্ষের সঙ্গে কথা বলার ইচ্ছেপ্রকাশ করেন।
তাঁরা জানান, দু'পক্ষ চাইলে মধ্যস্থতাকারী হিসেবে বৈঠকে উপস্থিত থাকবেন। তবে সরকার বা চিকিৎসকদের কারও তরফেই এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এই ইমেলে অপর্ণা সেনরা ছাড়াও মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, সিলেবাস কমিটির প্রাক্তন চেয়ারম্যান অভীক মজুমদার, মচিত্রপরিচালক সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, অভিনেতা ঋদ্ধি সেন, নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন সহ প্রমুখরা স্বাক্ষর করেছেন।
জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানান তাঁরা। পাশাপাশি অচলাবস্থা কাটাতে নাগরিক সমাজের প্রতি আস্থা রাখার অনুরোধ করেন। চিঠিতে আর্জি করা হয়, রাজ্য প্রশাসন যাতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে দ্রুত সমস্যার সমাধান করেন।
প্রসঙ্গত, ষষ্ঠীর সন্ধেয় ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে গিয়েলেন অপর্ণা সেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনশন মঞ্চে আসার আহ্বান জানান তিনি। এর আগে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের অবস্থান করেছিলেন তিনি।
রবিবার নবম দিনে পড়ল জুনিয়র ডাক্তারদের অনশন। ইতিমধ্যে তিনজন আনশনকারী অসুস্থ হয়ে চিকিৎসাধীন।