মমতার (Mamata Banerjee)মন্ত্রীর বিক্ষোভ কর্মসূচির জেরে আটকে গিয়েছিল করোনা ভ্য়াকসিনের কনভয়। খবর প্রকাশ্য়ে আসতেই টুইটবাণ শুরু বিজেপির (BJP)। রাজ্য়ের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরির বিরুদ্ধে তোপ দাগলেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক। কী বললেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) ?
এদিন সকাল থেকেই মোদী সরকারের নতুন কৃষক আইনের প্রতিবাদ করে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন জমিয়ত-এ উলেমা-এ হিন্দের কর্মীরা। পূর্ব বর্ধমানে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরির নেতৃত্বে শুরু হয় কর্মসূচি। কিন্তু কিছুক্ষণের মধ্য়েই রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে সংগঠনের কর্মী সমর্থকরা। যার জেরে যানজটের সৃষ্টি হয়। একসময় মহামূল্য়বান ভ্য়াকসিনের (Vaccine) কনভয় আটকে যায় রাস্তায়। শেষে পথ বদল করে ভ্য়াকসিনের গাড়িকে নিয়ে যাওয়া হল অন্য় রুটে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে মমতার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরির(Siddiqullah Chowdhury)দিকে।
এ নিয়ে রাজ্য় বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়হর্গীয় টুইট করেছেন। যেখানে তিনি লিখেছেন, সিদ্দিকুল্লা চৌধুরীর রাজনৈতিক দ্বিচারিতার জেরে (Corona Vaccine)-এর রাস্তা আটকে গিয়েছে। যার জেরে রুট বদল করতে হয়েছে ভ্য়াকসিনের গাড়িকে। যদি দুর্ঘটনা বা অন্য় কোনও কারণে বহুমূল্য ভ্য়াকসিন নষ্ট হত, তাহলে তার দায় কে নিত ?
এ বিষয়ে রাজ্য়ের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, ''ভ্য়াকসিন যে আসছে, সে ব্য়াপারে আমাদেরকে আগে জানানো উচিত ছিল। তা কিন্তু করা হয়নি। আমি জানার পরই বার বার ঘোষণা করেছি, অ্য়াম্বুল্যান্স, রোগী, ছাত্র বা কোনও মেডিসিন যদি আসে তাকে যেন পাশ দিয়ে যেতে দেওয়া হয়। গাড়িটা অনেক পিছনে ছিল। আমি রাস্তায় নেমেছিলাম। পরে পুলিশ গাড়িটেকে অন্য় রাস্তা দিয়ে বের করে নিয়ে যায়।''