'মীনাক্ষীর আঁচল ধরে মহম্মদ সেলিম হাঁটছে। এই মহম্মদ সেলিম ২০২১ সালে বিধানসভায় চন্ডীতলা থেকে প্রার্থী হয়েছিলেন। জামানত বাজেয়াত করে আমরা পাঠিয়ে দিয়েছিলাম,' সিপিএম-কে তীব্র আক্রমণ করে বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার ডানকুনিতে নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ। সেখানে সিপিএমের 'বর্তমান অবস্থা' নিয়ে তীব্র কটাক্ষ করেন কল্যাণ। তিনি বলেন, 'মীনাক্ষীর আঁচল ধরে সেলিম হাঁটছে।' উল্লেখ্য, চলতি মাসেই ডানকুনিতে সভা করে গিয়েছেন সিপিএমন নেতৃবৃন্দরা।
সিপিএমের রাজ্য সম্মেলনে রামকৃষ্ণ পরমহংস, ফুরফুরা শরীফ ও হুগলির বিভিন্ন মহাপুরুষের ছবি লাগানো নিয়েও কটাক্ষ করেন কল্যাণ। তিনি বলেন, 'আর কার্ল মার্ক্স-লেনিনের ছবি লাগিয়ে রাজনীতি করা যাবে না, সেটা সিপিএম বুঝে গিয়েছে। সেটা সিপিএম বিলক্ষণ উপলব্ধি করেছে। কিন্তু যেটা ওরা করে দেখাচ্ছে সেগুলি ওরা প্রকাশ্যে বলুক। তাহলে ওরা বুঝতে পারছে যে ঈশ্বর বা মহাপুরুষের নামে শক্তি আছে।' যদিও এরপরেই কল্যাণ স্পষ্ট জানিয়ে দেন, 'সিপিএম-সহ বামপন্থীদের আগেও কোন ভোল বদল হয়নি, আগামিদিনেও হবে না।'
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিই প্রধান প্রতিদ্বন্দ্বী। তবে বিজেপির গ্রাফও নিচের দিকে বলেই মনে করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, 'সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য এবং বিজেপির গ্রাফ পড়তির দিকে। বাংলায় তৃণমূলের সঙ্গে মূল লড়াই বিজেপির সঙ্গেই হবে।'
উল্লেখ্য, সম্প্রতি রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আইনজীবী হিসাবে কল্যাণের মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। সেই প্রসঙ্গেও এদিন মুখ খোলেন কল্যাণ। তিনি বলেন, 'ও আমার বিরুদ্ধে যেখানে-সেখানে উল্টোপাল্টা কথা বলছে। এখন আমি বুঝতে পারছি, শোভন যা করেছে ঠিক করেছে। আমি একজন প্রফেশনাল, নিজের কাজটাই করব।'