Advertisement

Kanchenjunga Express: শাবাশ! লাইনে গর্ত দেখেই লাল গেঞ্জি ওড়াল কিশোর, অল্পের জন্য রক্ষা পেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

দুর্ঘটনার হাত থেকে বাঁচল আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এক কিশোরের বুদ্ধির জোরে এড়ানো গেল দুর্ঘটনা। নিজের লাল গেঞ্জি উড়িয়ে ট্রেনের ট্র্যাকে দাঁড়িয়ে থামিয়ে দেয় ট্রেন। পঞ্চম শ্রেণির কিশোরের সাহসিকতায় অবাক নেটদুনিয়া।

মুরসেলিম শেখ-বাঁদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ফাইল ছবিমুরসেলিম শেখ-বাঁদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Sep 2023,
  • अपडेटेड 11:20 AM IST
  • দুর্ঘটনার হাত থেকে বাঁচল আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
  • এক কিশোরের বুদ্ধির জোরে এড়ানো গেল দুর্ঘটনা
  • নিজের লাল গেঞ্জি উড়িয়ে ট্রেনের ট্র্যাকে দাঁড়িয়ে থামিয়ে দেয় ট্রেন

দুর্ঘটনার হাত থেকে বাঁচল আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এক কিশোরের বুদ্ধির জোরে এড়ানো গেল দুর্ঘটনা। নিজের লাল গেঞ্জি উড়িয়ে ট্রেনের ট্র্যাকে দাঁড়িয়ে থামিয়ে দেয় ট্রেন। পঞ্চম শ্রেণির কিশোরের সাহসিকতায় অবাক নেটদুনিয়া।

জানা গিয়েছে ওই কিশোরের নাম মুরসেলিম শেখ (৮)। বাবা ইহমাইল শেখ পেশায় দিন মজুর। মুরসেলিম পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে। শুক্রবীর বেলা সাড়ে ৩টে নাগাদ দুরন্ত গতিতে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছুটে আসছিল। মালদার ভালুকা রোড স্টেশন পেরোতেই রেল লাইনের নীচে ধস দেখা যায়। সেই সময় রেল লাইনের পাশ দিয়ে মাছ ধরতে যাচ্ছিল ওই কিশোর। সে হঠাৎ লক্ষ্য করে আপ লাইনে বেশ কিছু অংশের মাটি সরে গেছে। তড়িঘড়ি নিজের পরনের লাল গেঞ্জি খুলে ট্রেনের ট্র্যাকে দাঁড়িয়ে বিপদের সংকেত দিতে থাকে চালককে। 

তা দেখে এমারজেন্সি ব্রেক কষে ট্রেনটি দাঁড় করায় চালক। বড়সড় বিপদ থেকে রক্ষা পায় ট্রেনটি। জীবন রক্ষা পায় ট্রেনের কয়েকশ যাত্রীর। এরপর রেলকর্মীরা ছুটে এসে আপ লাইন মেরামতির কাজ করে। তারপর ট্রেনটিকে গন্তব্যস্থলের উদ্দেশে রওনা করানো হয়।

কিশোরের উপস্থিত বুদ্ধি দেখে বাহবা দেন সকলেই। সোশাল মিডিয়ায় কিশোরের ছবি ভাইরাল। তার বুদ্ধির জোরেই বাঁচে আপ শিয়ালদা-শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিজের জীবনের ঝুঁকি নিয় ছোট্ট কিশোরের এই কাজে রীতিমত স্তম্ভিত রেলকর্তারাও।

Read more!
Advertisement
Advertisement