Advertisement

Dhan Bikri Date Booking: মান্ডিতে ধান বিক্রির ডেট এভাবে বুক করুন, রইল পদ্ধতি

ধান তোলা শুরু হয়েছে। এবার বিক্রির পালা। কৃষকরা যাতে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারেন তার জন্য কিষাণ মান্ডি চালু করেছে রাজ্য সরকার। ১ নভেম্বর থেকে ধান কেনা শুরু হয়েছে।

Paddy Procurement Self schedulingPaddy Procurement Self scheduling
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Nov 2023,
  • अपडेटेड 12:00 PM IST
  • কৃষকরা প্রতি কুইন্টাল ধান ২ হাজার ২০৩ টাকা দাম পাবেন
  • কজন কৃষক মোট ৯০ কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন

ধান তোলা শুরু হয়েছে। এবার বিক্রির পালা। কৃষকরা যাতে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারেন তার জন্য কিষাণ মান্ডি চালু করেছে রাজ্য সরকার। ১ নভেম্বর থেকে ধান কেনা শুরু হয়েছে। এখানেই চাষিরা তাঁদের জমিতে উৎপাদিত ধান সরকারি দামে বিক্রি করতে পারবেন। 

রাজ্য সরকার জানিয়েছে, ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ধান কেনার কাজ চলবে। কিষাণ মান্ডি বা অন্য কেন্দ্রে ধান বিক্রি করলে কৃষকরা প্রতি কুইন্টাল ধান ২ হাজার ২০৩ টাকা (পরিবহণ খরচ-সহ) সরকারি সহায়ক দাম পাবেন। ধান বিক্রির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। ধান বিক্রির তিনদিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন কৃষকরা। মনে রাখা দরকার যে একজন কৃষক মোট ৯০ কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন।

কীভাবে ধান বিক্রি

আরও পড়ুন

কৃষকবন্ধু পোর্টালে নথিভুক্ত কৃষকরা সরসারি ধান বিক্রি করতে পারবেন। তাঁদের কিছু করার দরকার নেই। শুধু ধান কেনার পোর্টালে গিয়ে ডেট বুকিং করতে হবে। আর যারা এখনও কৃষকবন্ধু পোর্টালে নাম তোলেননি তাঁদের জমি সংক্রান্ত স্ব-ঘোষণাপত্র দিয়ে ধান বিক্রি করতে হবে।

কীভাবে ধান বিক্রির জন্য ডেট বুকিং করবেন?

একজন চাষী যদি কৃষকবন্ধু পোর্টালে নথিভুক্ত থাকেন, তবে সহজেই ধান বিক্রয়ের জন্য ধান ক্রয় পোর্টালে নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। ধাপে ধাপে কিভাবে রেজিস্ট্রেশন বা ধান বিক্রির দিন ঠিক করবেন তা বিশদে জানতে https://epaddy.wb.gov.in/পোর্টাল দেখুন।

  • প্রথমে আপনাকে https://epaddy.wb.gov.in/schdulenew.aspx লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এরপর Farmer Self Scheduling এ ক্লিক করুন।
  • এরপর রেজিস্ট্রেশন নাম্বার ও ক্যাপচার কোর্ড বসিয়ে দিয়ে সাবমিট করুন।
  • রেজিস্ট্রার মোবাইল নাম্বারে OTP আসবে, সেটা দিয়ে লগইন করুন।
  • এরপর পরবর্তী ৩০ দিনের মধ্যে (ছুটির দিন ছাড়া) যে কোনও তারিখ বেছে নিতে পারবেন।
  • একজন কৃষক সর্বাধি ক৯০ কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন।
  • এরপর তারিখ বেছে নিয়ে কৃষককে সাবমিটে ক্লিক করতে হবে।
  • এবার একটি QR কোড স্লিপ তৈরি হবে, যা ডাউনলোড করা যাবে।
  • সফল শিডিউলের পর কৃষক নির্দিষ্ট দিনে ধান বিক্রি করতে পারবেন।

Read more!
Advertisement
Advertisement