ধানবাদ থেকে বাড়ি ফেরার পথে যুবকের মৃত্যু ঘিরে রহস্য ঘনাল। আসানসোল ও দুর্গাপুরের মাঝে রেললাইন থেকে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়েছে বলে খবর। ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু বলে প্রাথমিক অনুমান। তবে কীভাবে ওই যুবক ট্রেন থেকে পড়ে গেলেন, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
নিহত যুবক পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কুমারহাট গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁর নাম বুদ্ধদেব সাঁতরা। অনুমান, ধানবাদ থেকে হাওড়া ফেরার পথে আসানসোল ও দুর্গাপুরের মাঝে এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে যান ওই যুবক। তাতেই তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে, কাজের সূত্রে ধানবাদে গিয়েছিলেন ওই যুবক। তাঁর সঙ্গে আরও কয়েক জন যুবক গিয়েছিলেন। রাতে ফেরার সময় ট্রেন ভিড় থাকায় অন্য কামরায় উঠেছিলেনবুদ্ধদেব। এমনটাই জানান তাঁর সঙ্গে থাকা যুবকরা। তাঁদের দাবি, গভীর রাত পর্যন্ত বুদ্ধদেবের সঙ্গে কথাও হয়। ভোরে হাওড়া স্টেশনে পৌঁছোনের পর একাধিকবার বুদ্ধদেবকে ফোন করেন ওই যুবকরা। ফোন না ধরায় ট্রেনে খোঁজ চালান ফুলের কাজে আসা ওই যুবকরা।
পরে দুর্গাপুর রেল পুলিশের তরফে জানানো হয় যে, ট্রেন লাইন থেকে বুদ্ধদেবের দেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে বুদ্ধদেবের মৃত্যু হয়েছে, তা এখনও ধোঁয়াশা।