Advertisement

Kolkata-Cooch Behar Flight Service: মাত্র দু'ঘণ্টায় এবার ডুয়ার্সে, কলকাতা-কোচবিহার ফ্লাইট, ভাড়া কেমন?

Kolkata-Cooch Behar Flight Service: প্রতীক্ষার অবসান। আগামীকাল, ২১ ফেব্রুয়ারি কোচবিহার বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালু শুরু হতে চলেছে। কলকাতা থেকে মাত্র ২ ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে কোচবিহার। ইন্ডিয়া ওয়ান এয়ার কোম্পানির নয় আসনের একটি বিমান কোচবিহার বিমানবন্দরে এসে পৌঁছেছে। রবিবার এর ট্রায়াল রানও হয়ে যায়। 

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Feb 2023,
  • अपडेटेड 2:49 PM IST
  • ২১ ফেব্রুয়ারি কোচবিহার বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালু শুরু হতে চলেছে
  • ইন্ডিয়া ওয়ান এয়ার কোম্পানির নয় আসনের একটি বিমান কোচবিহার বিমানবন্দরে এসে পৌঁছেছে
  • ফলে সহজ হয়ে যাবে ডুয়ার্স, জলদাপাড়া, গরুমারায় ভ্রমণ

Kolkata-Cooch Behar Flight Service: প্রতীক্ষার অবসান। আগামীকাল, ২১ ফেব্রুয়ারি কোচবিহার বিমানবন্দর (Cooch Behar Flight Service) থেকে বিমান পরিষেবা চালু শুরু হতে চলেছে। কলকাতা (Kolkata) থেকে মাত্র ২ ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে কোচবিহার। ইন্ডিয়া ওয়ান এয়ার কোম্পানির নয় আসনের একটি বিমান কোচবিহার বিমানবন্দরে এসে পৌঁছেছে। রবিবার এর ট্রায়াল রানও হয়ে যায়। কেন্দ্র্রীয় সরকারের ‘উড়ান স্কিম’-এর অধানে বিমান চালু হবে।কোচবিহারে বিমান পরিষেবা শুরু হওয়ার ফলে সহজ হয়ে যাবে ডুয়ার্স, জলদাপাড়া, গরুমারায় ভ্রমণ। পর্যটকেরা সহজেই পৌঁছতে পারবেন এই জায়গাগুলিতে। সময় বাঁচবে অনেকটা। 

গতকাল বিমানবন্দরের ভিতরে প্রায় আধঘণ্টা ইন্ডিয়া ওয়ান এয়ার বিমানটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। জানা গেছে, বিমান পরিষেবা চালুর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। দিল্লি থেকে ভার্চুয়ালি থাকতে পারেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনিই বিমানটির উদ্বোধন করতে পারেন। সূত্রের খবর অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি বিমান পরিষেবা শুরু হবে, তবে যাত্রীবাহী বিমান পরিষেবা ২৩ ফেব্রুয়ারি হতে পারে। 

আপাতত এই বিমানটি ভুবনেশ্বর-জামশেদপুর-কলকাতা-কোচবিহার এই রুটে চলাচল করবে। এই রুটে বিমান চলাচল লাভজনক হলে, বড় বিমান চলাচলও শুরু করবে। ছোট রানওয়ে বাড়ানোর কাজ শেষ করা হবে। আপাতত মাস তিনেক এই ছোট বিমান চলবে। সপ্তাহে সাত দিনই উড়বে বিমান।

আরও পড়ুন

ভাড়া ও রুট রইল বিশদে
কোচবিহার-কলকাতা, কলকাতা-জামশেদপুর, জামশেদপুর-ভুবনেশ্বর রুটে সাত দিনই বিমান পরিষেবা চালু থাকবে। আপাতত তিন মাসের জন্য ইন্ডিয়া ওয়ান এয়ার কোম্পানির কোচবিহার থেকে কলকাতা এবং কলকাতা থেকে কোচবিহার বিমানের ভাড়া থাকবে ৯৯৯ টাকা।

Read more!
Advertisement
Advertisement