এভারেস্টের শিখর ছুঁয়ে শুক্রবার কলকাতা ফিরলেন কলকাতা পুলিশের কনস্টেবল লক্ষীকান্ত মণ্ডল। তাঁকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা-সহ কলকাতা পুলিশের একাধিক কর্তা।
চলতি সপ্তাহের সোমবার এভারেস্টের শীর্ষে পা রাখেন এই বাঙালি। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ এভারেস্ট শৃঙ্গ স্পর্শ করেন রাজ্য পুলিশের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। পশ্চিমবঙ্গ পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের এই কনস্টেবল তিনি।
লক্ষীকান্তবর্তমানে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মার দেহরক্ষী হিসাবে নিযুক্ত। এতদিন কমিশনারকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাঁর কাঁধেই ছিল। তবে শুক্রবার দেখা গেল একেবারে উল্টো ছবি। লক্ষীকান্তকে ফুলের তোড়া দিয়ে বিমানবন্দর থেকে হাত ধরে নিয়ে এলেন খোদ পুলিশ কমিশনার। তাঁর ও তাঁর পরিবারের মানুষদের পাশে দাঁড়িয়ে ছবিও তুললেন কলকাতার নগরপাল।
তাঁর এই সাফল্যের নেপথ্যে পুলিশ কমিশনারের অনেক বড় হাত রয়েছে বলে জানান লক্ষীকান্ত। লক্ষীকান্তের সাফল্যের কথা বলতে গিয়ে পুলিশ কমিশনার বলেন, কলকাতা পুলিশের কাছে এটা খুবই গর্বের বিষয়। লক্ষীকান্তের সাফল্য সকলকে অনেক বেশি করে অনুপ্রাণিত করবে।
জানা গিয়েছে, লক্ষ্মীকান্ত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এভারেস্ট অভিযানে রওনা হয়েছিলেন। যাত্রা শুরুর আগে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন মনোজ ভার্মা-সহ কলকাতা ও রাজ্য পুলিশের আধিকারিকেরা। সোমবার এভারেস্টের শিখর ছোঁয়ার পর লক্ষ্মীকান্তকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। যেদিন কলকাতা বিমানবন্দরে ছেলেকে অভ্যর্থনা জানাতে যান তাঁর বাবা-মাও।
সংবাদদাতা- অরিন্দম ভট্টাচার্য