Advertisement

Droho Carnival vs Puja Carnival: পুজো কার্নিভালে 'দ্রোহের কার্নিভাল', কলকাতায় ৯ রাস্তায় জমায়েত নিষিদ্ধ করল পুলিশ

দুর্গাপুজো কার্নিভালের জন্য মঙ্গলবার সেজে উঠেছে রেড রোড। একই দিনে 'দ্রোহের কার্নিভাল'-এর ডাক দিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। পুজো কার্নিভালে 'দ্রোহের কার্নিভাল' শান্তিভঙ্গ করতে পারে, এই কারণ দর্শিয়ে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করেছে কলকাতা পুলিশ। এদিন রানি রাসমণি রোড, ওয়াই চ্যানেল, নিউ রোড, মেয়ো রোড, আউটরাম রোড, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, জওহরলাল নেহরু রোড, কুইনস্‌ ওয়ে, স্ট্র্যান্ড রোডে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

পুজো কার্নিভালে 'দ্রোহের কার্নিভাল'-এ ৯ রাস্তায় জমায়েত নিষিদ্ধ করল কলকাতা পুলিশ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Oct 2024,
  • अपडेटेड 8:48 AM IST

দুর্গাপুজো কার্নিভালের জন্য মঙ্গলবার সেজে উঠেছে রেড রোড। একই দিনে 'দ্রোহের কার্নিভাল'-এর ডাক দিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। পুজো কার্নিভালে 'দ্রোহের কার্নিভাল' শান্তিভঙ্গ করতে পারে, এই কারণ দর্শিয়ে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করেছে কলকাতা পুলিশ। এদিন রানি রাসমণি রোড, ওয়াই চ্যানেল, নিউ রোড, মেয়ো রোড, আউটরাম রোড, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, জওহরলাল নেহরু রোড, কুইনস্‌ ওয়ে, স্ট্র্যান্ড রোডে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

গত ১১ দিন ধরে ধর্মতলায় 'আমরণ অনশন'-এ রয়েছেন কিছু জুনিয়র ডাক্তার। এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার উৎসবের আনন্দের মুখোমুখি হতে চলেছে আন্দোলন। কলকাতা পুলিশের থেকে অনুমতি না মেলা সত্ত্বেও 'দ্রোহের কার্নিভাল' করবেন বলেই জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। 

এদিন বিকেল ৪টেয় রানি রাসমণি রোডে জমায়েত হবেন তাঁরা। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের আটটি সংগঠন কর্মসূচিতে জমায়েতের ডাক দেয়। ধর্মতলায় মানববন্ধন করবেন জুনিয়র ডাক্তারেরা। মেডিক্যাল কলেজের অধ্যাপকদের সংগঠন 'দ্রোহের কার্নিভাল'-এর সমর্থন করছেন। এদিন বিকেল সাড়ে ৪টে থেকে রেড রোডে শুরু হবে রাজ্য সরকারের পুজো কার্নিভাল। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার তরফে।

কার্নিভালের ৫০০ মিটারের মধ্যেই চিকিৎসকদের অনশন মঞ্চ। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 'দ্রোহের কার্নিভাল' রেড রোডে বিসর্জন ও পুজো কার্নিভালে সমস্যা তৈরি করতে পারে। হাজার হাজার মানুষ যারা পুজো কার্নিভালে উপস্থিত থাকবেন জনসাধারণের শান্তিভঙ্গ হবে। বিদেশ থেকে বহু মানুষ আসবে, তাই সে সময় ‘দ্রোহের কার্নিভাল’-এর মতো কর্মসূচির কারণে দুর্গাপুজোর কার্নিভালে আসা মানুষদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই কারণ দর্শিয়ে 'দ্রোহের কার্নিভাল'-এর অনুমতি দেওয়া হবে না বলেই নির্দেশ দেয় কলকাতা পুলিশ। 

সোমবার মুখ্যসচিব মনোজ পন্তের সঙ্গে বৈঠক করেছেন জুনিয়র চিকিৎসকের প্রতিনিধি। চিকিৎসক সংগঠনগুলির সঙ্গে প্রশাসনের বৈঠক নিষ্ফলা বলে জানান তাঁরা। বৈঠক শেষে বেরিয়ে এসে সিনিয়র ডাক্তাররা বললেন, সরকারের তরফে কোনও প্রতিশ্রুতি মেলেনি। মুখ্যসচিব মনোজ পন্ত জানান,'১০টির মধ্যে ৭টি দাবিই মানা হয়েছে। বাকি ৩টির জন্য নির্দিষ্ট সময়সীমা দেওয়া সম্ভব নয়'। এদিকে, চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠক নিয়ে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দেবাশিস হালদার বলেন,'বৈঠক সম্পর্কে আমার জানা নেই। আন্দোলন আমরা করছি, অনশনেও আমরা। অথচ বৈঠকে ডাকা হল না।'

Advertisement

কলকাতার রেড রোডে পুজো কার্নিভ্যাল উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ২০২৪ সালের এই বিশেষ ইভেন্টে অংশ নেবে শহরের ৯০টি পুজো কমিটি।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement