Advertisement

Cold Wave Alert in Bengal: টানা ৩ দিন শৈত্যপ্রবাহ ও কনকনে ঠান্ডার পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জায়গায়?

মাঝ ডিসেম্বরে কলকাতায় অবশেষে হাজিরা দিল জাঁকিয়ে শীত। বৃহস্পতিবার একলাফে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে নেমেছে। বইছে উত্তুরে হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি নীচে নেমে যেতে পারে। ফলে কনকনে ঠান্ডা মালুম হবে। অন্য দিকে, আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

প্রতীকী চিত্র।প্রতীকী চিত্র।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Dec 2024,
  • अपडेटेड 4:18 PM IST
  • বৃহস্পতিবার একলাফে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে নেমেছে।
  • আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি নীচে নেমে যেতে পারে।
  • কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

মাঝ ডিসেম্বরে কলকাতায় অবশেষে হাজিরা দিল জাঁকিয়ে শীত। বৃহস্পতিবার একলাফে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে নেমেছে। বইছে উত্তুরে হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি নীচে নেমে যেতে পারে। ফলে কনকনে ঠান্ডা মালুম হবে। অন্য দিকে, আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 


কোন জেলায় কত তাপমাত্রা?

হাওয়া অফিস সূত্রে খবর, আলিপুরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি, দমদমে ১৩ ডিগ্রি, উলুবেড়িয়ায় ১২.৫ ডিগ্রি, ডায়মন্ড হারবারে ১৩.৫ ডিগ্রি, দিঘায় ১২.৪ ডিগ্রি, বাঁকুড়ায় ১১.৬ ডিগ্রি, শ্রীনিকেতনে ৯.২ ডিগ্রি,  ক্যানিংয়ে ১৩ ডিগ্রি, বর্ধমানে ১০ ডিগ্রি, পানাগড়ে ১০.৭ ডিগ্রি, ঝাড়গ্রামে ১০ ডিগ্রি,কল্যাণীতে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। 

অন্য দিকে, উত্তরবঙ্গের দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ৩.৮ ডিগ্রিতে। কালিম্পঙে তাপমাত্রা ৯.৩ ডিগ্রি।

কোন কোন জেলায় শৈত্যপ্রবাহ?

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। শুক্রবার পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূমে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার পুরুলিয়া, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে শৈত্যপ্রবাহ বইতে পারে। 


দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। 


উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

কেমন থাকবে তাপমাত্রা? 

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি নীচে থাকবে। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি নীচে থাকবে।

কলকাতায় কত তাপমাত্রা? 

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৬ ডিগ্রি কম। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ এবং ন্যূনতম ৪৪ শতাংশ।

Advertisement

Read more!
Advertisement
Advertisement