Advertisement

Bengal Weather Update: আপাতত বাঁচল কলকাতা, এবার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

Bengal Weather Update: আপাতত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে অন্য কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। বুধবার সকাল থেকে রোদ উঠলেও কলকাতার আকাশ বেশিক্ষণ পরিষ্কার থাকবে না বলেই জানিয়েছিল আবহাওয়া দফতর।

এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Sep 2025,
  • अपडेटेड 5:02 PM IST
  • আপাতত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
  • তবে দক্ষিণবঙ্গে অন্য কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।
  • বুধবার সকাল থেকে রোদ উঠলেও কলকাতার আকাশ বেশিক্ষণ পরিষ্কার থাকবে না বলেই জানিয়েছিল আবহাওয়া দফতর।

Bengal Weather Update: আপাতত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে অন্য কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। বুধবার সকাল থেকে রোদ উঠলেও কলকাতার আকাশ বেশিক্ষণ পরিষ্কার থাকবে না বলেই জানিয়েছিল আবহাওয়া দফতর। আর হলও তাই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক পশলা বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। শুধু কলকাতা নয়, গোটা দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই দুই উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতেও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার ফের উপকূলবর্তী জেলাগুলি এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার যে কলকাতায় ভারী বৃষ্টির আশঙ্কা নেই, তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২৬ ডিগ্রির ঘরে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত শহরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। রবিবার(২৮ সেপ্টেম্বর, ষষ্ঠী) থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। 

এদিকে, সমুদ্র এখনও উত্তাল। উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূলবর্তী সমুদ্রে ঘণ্টায় ৪৫ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার সুপারিশ করছে আবহাওয়া দফতর। আগামী বৃহস্পতিবার উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে শুক্রবার ওড়িশা অন্ধ্র উপকূলের কাছাকাছি পৌঁছে যেতে পারে। এর ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement