Advertisement

দিলীপ-কুণালকে জবাব বাবুলের, পালটা দিলেন তৃণমূল নেতাও

শনিবার এই বিষয়ে প্রতিক্রিয় দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, কে রাজনীতি করবেন বা না করবেন, কিংবা কখন ধরবেন, কখন ছাড়বেন সেই বিষয়ে তাঁর কিছু বলার নেই। এটা প্রত্যেকের নিজস্ব বিষয়। পাশাপাশি লোকসভায় না জানিয়ে বাবুলের ফেসবুকে রাজনীতি ছাড়ার ঘোষণাকে 'নাটক' বলে আখ্যা দিয়েছেন কুণাল ঘোষ। 

কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয় (বামদিক থেকে)
প্রেমা রাজারাম / প্রীতম ব্যানার্জী
  • কলকাতা,
  • 01 Aug 2021,
  • अपडेटेड 11:29 AM IST
  • সোশ্যাল মিডিয়ায় রাজনীতি ছাড়ার ঘোষণা বাবুল সুপ্রিয়র
  • প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ও দিলীপ
  • কুণাল-বাবুল 'পোস্ট যুদ্ধ'

শনিবারই রাজনীতি ও সাংসদ পদ  ছাড়ার ঘোষণা করেছেন বাবুল সুপ্রিয়। আর বাবুলের এই ঘোষণার পরেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য তথা জাতীয় রাজনীতিতে। এই বিষয় প্রতিক্রিয়াও জানিয়েছেন কুণাল ঘোষ, দিলীপ ঘোষের মতো নেতারা। এবার কুণাল ও দিলীপের বক্তব্য তুলে ধরেই ফেসবুকে আরও একটি পোস্ট বাবুল সুপ্রিয়র। পালটা দিলেন কুণালও।

শনিবার এই বিষয়ে প্রতিক্রিয় দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, কে রাজনীতি করবেন বা না করবেন, কিংবা কখন ধরবেন, কখন ছাড়বেন সেই বিষয়ে তাঁর কিছু বলার নেই। এটা প্রত্যেকের নিজস্ব বিষয়। পাশাপাশি লোকসভায় না জানিয়ে বাবুলের ফেসবুকে রাজনীতি ছাড়ার ঘোষণাকে 'নাটক' বলে আখ্যা দিয়েছেন কুণাল ঘোষ। 

দিলীপ ও কুণালের এহেন মন্তব্যের পর, ফেসবুকে বাবুল লেখেন, 'পড়লাম আপনাদের কমেন্টগুলো। যে যার নিজের মতো করে দেখেছেন, বুঝেছেন, সমর্থন করেছেন, তীব্র বিরোধিতা করেছেন, প্রশ্ন করেছেন, কৈফিয়ত চেয়েছেন, কিছু মানুষ নিজেদের রুচি অনুযায়ী 'ভাষার' ব্যবহার করেছেন - সবটাই শিরধার্য্য | কিন্তু আপনাদের প্রশ্নের জবাব আমি কাজেও তো দিতে পারি | তার জন্য মন্ত্রী বা সাংসদ থাকার কী দরকার|'

বাবুলের এই ফেসবুক পোস্টের জবাবে টুইটারে কুণাল ঘোষ লেখেন, 'বাবুল বেচারির ঘুম হয়নি। ভোররাতে ফেস বুকে আমাকে আক্রমণ ! আরে, এত কথার কী আছে? আমি লিখেছি ওর ইস্তফার পোস্ট নাটক। ও স্পিকারকে ইস্তফাপত্র দিয়ে প্রমাণ করে দিক ও নাটক করেনি। নাহলে যত পোস্টই করুক, তা নাটকের চিত্রনাট্যই থাকবে। আমি কোনো অসংসদীয় শব্দ লিখিনি। নাটক ধরা পড়ায় ওর কষ্ট!' 

এখন দেখার সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট পালটা পোস্টের পর্ব কোন দিকে মোড় নেয়। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বাবুল সুপ্রিয়র  একটি পোস্টকে ঘিরে জল্পনা তৈরি হয়। অবশেষে শনিবার রাজনীতি ছাড়ার কথা ঘোষণাই করে দেন তিনি।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement