দিলীপ ঘোষের সৎপুত্র সৃঞ্জয়ের রহস্যমৃত্যু ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এবার মুখ খুললেন রিঙ্কু মজুমদারের ঘনিষ্ঠ বান্ধবী। ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, সৃঞ্জয়ের প্রেমিকা তাঁর ওপর নিয়মিত মানসিক অত্যাচার করতেন। এমনকী, আর্থিক নির্ভরতা, সম্পর্ক নিয়ে অনীহা ও দখলদারির অভিযোগও তোলেন তিনি। এই পোস্ট সামনে আসতেই নতুন করে জল্পনা ছড়িয়েছে সৃঞ্জয়ের মৃত্যুকে ঘিরে।
মঙ্গলবার সকালে নিউটাউনের সাপুরজি আবাসনের এক ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সৃঞ্জয়ের নিথর দেহ। প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনার কথা উঠে এলেও, জানা যায় তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। যদিও মানসিক চাপকেই মৃত্যুর বড় কারণ হিসেবে মনে করছেন তাঁর ঘনিষ্ঠরা।
এই আবহেই সোশাল মিডিয়ায় একটি প্রোফাইল – 'আমি ঝুমা' – থেকে পোস্ট করে বলা হয়, সৃঞ্জয়ের প্রেমিকা কোনওদিন নিজের খরচে যাতায়াত করেননি, বরং সৃঞ্জয়কেই বারবার টাকাপয়সা দিতে হতো। এমনকী, ওই তরুণী রিঙ্কুকে মেসেজ করে অভিযোগ করতেন যে, সৃঞ্জয় তার কাছ থেকে টাকা ধার নিচ্ছেন। ওই পোস্টে আরও দাবি করা হয়, রিঙ্কু বিয়ের প্রস্তাব দিলেও তরুণী রাজি হননি এবং দীর্ঘদিন ধরে সৃঞ্জয়ের উপর মানসিক অত্যাচার চালিয়েছেন। একসময় রিঙ্কু তাঁকে ফ্ল্যাটে ঢুকতে নিষেধও করেন, কিন্তু তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি বলেই অভিযোগ।
এই বিতর্কে এবার সরাসরি হস্তক্ষেপ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে এই সোশাল মিডিয়া পোস্ট বৃহস্পতিবার সকালে শেয়ার করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি রিঙ্কু মজুমদার ও দিলীপ ঘোষকে সমবেদনা জানান এবং সোশাল মিডিয়ায় যারা রিঙ্কুকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন, তাদের তীব্র নিন্দা করেন। কুণাল ঘোষ লেখেন, 'রাজনৈতিক মতপার্থক্য থাকলেও, এটা এক পরিচিত হিসেবে মানবিক কর্তব্য। সোশাল মিডিয়ায় কিছু জানোয়ার যেভাবে রিঙ্কুকে আক্রমণ করেছে, তা অত্যন্ত লজ্জাজনক।'
তিনি আরও বলেন, দিলীপ ঘোষ বা রিঙ্কুর এই মৃত্যুতে কোনও হাত ছিল না, বরং ঘটনাটিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। এই ঘটনার তদন্ত চলছে। তবে সৃঞ্জয়ের মৃত্যুকে ঘিরে ক্রমশ জটিল হয়ে উঠছে পরিস্থিতি। প্রেমিকা, মানসিক চাপ, সামাজিক প্রত্যাশা—সবকিছু মিলিয়ে এক তরুণের মর্মান্তিক পরিণতি আরও একবার প্রশ্ন তোলে, কীভাবে আমরা সম্পর্কের বোঝাপড়ায় অসতর্ক থাকলে, পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে।