
আজ ১ ডিসেম্বর। এ দিন থেকেই পশ্চিমবঙ্গে বেড়ে গেল মদের দাম। যার ফলে এই শীতল আবহাওয়ায় মন খারাপ সুরাপ্রেমীদের। এখন থেকে মদের গ্লাসে চুমুক দিতে গেলে পকেট থেকে খসবে বাড়তি টাকা।
প্রসঙ্গত, দাম যে বাড়বে, সেটা আগেই ঘোষণা করে দিয়েছিল আবগারি দফতর। সেই অনুযায়ী আজ থেকে দাম বাড়তে চলেছে। তবে মদের দাম বাড়লেও ছাড় রয়েছে বিয়ারে। এর দাম বাড়ছে না বলেই খবর।
কত টাকা বাড়ছে দাম?
এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল আবগারি দফতরের পক্ষ থেকে। তারা জানিয়েছিল যে ৭৫০ মিলিমিটারের বোতলের দাম বাড়তে পারে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। আবার ছোট বোতল, অর্থাৎ ১৮০ মিলি-এর দাম ১০ টাকা পর্যন্ত বাড়তে পরে। যার ফলে এখন থেকে মদে চুমুক দিতে গেলে বাড়তি টাকা গুনতে হবে সুরাপ্রেমীদের।
যতদূর খবর, আপাতত ফরেন লিকারের ক্ষেত্রেই দাম বাড়তে চলেছে। তবে দেশি মদের ক্ষেত্রেও ধীরে ধীরে বাড়ানো হবে দাম। বসানো হবে অতিরিক্ত শুক্ল। যদিও বিয়ারের দাম বাড়ছে না। তাই যারা বিয়ার খেতে ভালোবাসেন, তাদের জন্য এটা অবশ্যই একটা সুখবর।
বাড়বে রাজস্ব আদায়
অনেকেই জানতে চাইছেন, হঠাৎ করে কেন মদের উপর বাড়তি শুল্ক বসাচ্ছে রাজ্য সরকার? বিশেষজ্ঞদের মতে, এর একাধিক কারণ থাকতে পারে। তবে সবথেকে বড় কারণ অবশ্যই রাজস্ব সংগ্রহ বৃদ্ধি। বিশেষজ্ঞদের মতে, এই দাম বাড়ার ফলে আদতে সরকারের বছরে ৪০০০ কোটি টাকা বেশি আয় হবে। তাই আবগারি নীতিতে বদল আনা হয়েছে বলে মনে করছেন সেই দফতরের আধিকারিকদের একাংশ।
এই দাম বৃদ্ধির প্রভাব রাজ্যের প্রায় সব মদেরই দাম বাড়বে। পাশাপাশি গুদাম থেকে শুরু করে খুচরো বিক্রেতা, সকলকেই এই নয়া দাম মেনে চলতে হবে।
পুরনো দামে বিক্রি করা যাবে না
আজ থেকেই নতুন দাম লাগু হতে চলছে। আর সেই বিজ্ঞপ্তি মেনেই দোকানগুলিকে মদ বিক্রি করতে হবে। কম দামে আর বিক্রি করা যাবে না। এই নিয়ম অমান্য করা হলে বিক্রেতাকে জরিমানা করা হতে পারে। পাশাপাশি তার লাইসেন্সও বাতিল হওয়ার রয়েছে আশঙ্কা।
তবে এই পরিবর্তীত পরিস্থিতিতেও রাজ্যের মদের দোকানগুলিতে জোগান বজায় থাকবে বলেই জানিয়েছে আবগারি দফতর। তাই মদপ্রেমীদের সুরা পেতে একবারেই সমস্যা হবে না।