
সূত্রের খবর, আবগারি শুল্ক বেড়েছে। কাজেই ১ ডিসেম্বর থেকে মদের দাম বাড়তে পারে রাজ্যে। রাজ্য আবগারি বিভাগের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতে তৈরি বিদেশী মদ (IMFL) এবং দেশি মদের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর নির্দেশ দেওয়া হয়েছে। যার ফলে খুচরা মূল্যে প্রতি বোতলের দাম ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে এখনই বিয়ারের দাম বাড়ছে না বলে জানা যাচ্ছে।
সূত্র জানিয়েছে, রাজ্যজুড়ে ৩০ নভেম্বরের মধ্যে মজুদ মদের পুরানো দাম জানাতে হবে। তারপর থেকে যেকোনও অবিক্রিত মজুদ মদ নতুন দামেই বেচতে হবে। নতুন মূল্য কাঠামোর অধীনে প্রতিটি বোতলে নতুন সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) স্টিকার বাধ্যতামূলকভাবে প্রয়োগ করতে হবে।
সূত্র মতে, স্ট্যান্ডার্ড ১৮০ মিলি বোতলের দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ৩৭৫ মিলি বোতলের দাম ২০-৩০ টাকা। এবং ৭৫০ মিলি বোতলের দাম প্রতি বোতল ৪০ টাকা পর্যন্ত বাড়তে পারে। জানা গেছে চলতি মাসের শেষের দিকেই কোন মদের কত দাম বাড়ছে, তা স্পষ্ট হয়ে যাবে।
রাজ্য সরকার ডিসেম্বর ও জানুয়ারির সর্বাধিক বিক্রির সময়ের আগে এই আবগারি শুল্ক বৃদ্ধি করেছে। পাশাপাশি, জিএসটি হারের সংস্কারের কারণে বেশিরভাগ পণ্য ও পরিষেবার উপর ৫ থেকে ১৮ শতাংশ কর প্রয়োগের ফলে রাজ্যের রাজস্ব ক্ষতির সম্ভাবনা রয়েছে।
শুধু মদ নয়, বাড়ছে দুধের দামও
দুধের দামে পরিবর্তন আগেই লক্ষ্য করা গিয়েছিল। কখনও ১ টাকা, কখনও বা ২ টাকা। আগে ছিল মাদার ডেয়ারি, তা এখন নাম পরিবর্তন করে হয়েছে বাংলার ডেয়ারি। সেই সংস্থারই সর্বোচ্চ গুণমানের দুধের ব্র্যান্ড ‘সুপ্রিম’-এর আগে দাম ছিল ৫৬ টাকা। কিন্তু নভেম্বর থেকে তা বেড়ে হয়েছে ৬০ টাকা। এছাড়াও, ‘স্বাস্থ্যসাথী ডবল টোন’ দুধের দাম ছিল ৪৬ টাকা। এখন হয়েছে ৪৮ টাকা লিটার।