Advertisement

Locket Chatterjee: নববর্ষে গঙ্গা-বিহারে প্রচার লকেটের, ভাঙন বিধ্বস্ত বলাগড়ে গেল না বিজেপি প্রার্থীর নৌকা

গঙ্গায় নৌকায় নববর্ষ পালন করলেন হুগলি কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। একইসঙ্গে ভোটের প্রচারও সারলেন। ঢাক, ঢোল বাজিয়ে চলল জনসংযোগ। রবিবার সকালে চন্দননগর থেকে নৌকায় প্রচার শুরু করেন লকেট। চুঁচুড়া, বাঁশবেড়িয়া পেরিয়ে নৌকা যায় ত্রিবেণী পর্যন্ত। কিন্তু বলাগড়ে গেল না তাঁর নৌকা। বলাগড় ভাঙনের সমস্যায় নাজেহাল। যা নিয়ে উঠল প্রশ্ন।

লকেট চট্টোপাধ্যায়। ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Apr 2024,
  • अपडेटेड 1:47 PM IST
  • গঙ্গায় নৌকায় নববর্ষ পালন করলেন হুগলি কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
  • একইসঙ্গে ভোটের প্রচারও সারলেন।

গঙ্গায় নৌকায় নববর্ষ পালন করলেন হুগলি কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। একইসঙ্গে ভোটের প্রচারও সারলেন। ঢাক, ঢোল বাজিয়ে চলল জনসংযোগ। রবিবার সকালে চন্দননগর থেকে নৌকায় প্রচার শুরু করেন লকেট। চুঁচুড়া, বাঁশবেড়িয়া পেরিয়ে নৌকা যায় ত্রিবেণী পর্যন্ত। কিন্তু বলাগড়ে গেল না তাঁর নৌকা। বলাগড় ভাঙনের সমস্যায় নাজেহাল। যা নিয়ে উঠল প্রশ্ন।

এদিন চন্দননগরের রানিঘাট থেকে শুরু করে চুঁচুড়া, বাঁশবেড়িয়া পেরিয়ে ত্রিবেণী পর্যন্ত চলে লকেটের নৌকাপ্রচার। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে নৌকাতেই বাংলা নববর্ষের অনুষ্ঠান পালন করা হয়। ঢাকের বোলে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা লাল পাড়, সাদা শাড়িতে কুলো হাতে নববর্ষের অনুষ্ঠান করেন। লকেট বলেন, ‘সবাইকে নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং ভালবাসা জানাই। নতুন বছর প্রতিটি মানুষের ভাল কাটুক। সবার সব স্বপ্ন পূরণ হোক।’

বলাগড়ে গঙ্গার ভাঙন একটা বড় সমস্যা, সেই জায়গায় নৌকা নিয়ে গেলেন না লকেট। তা নিয়ে প্রার্থী বলেন, ‘বলাগড়ের ভাঙন নিয়ে রাজ্য সরকার উদাসীন। কেন্দ্রের টাকা খরচ করেনি রাজ্য, সে টাকা ফেরত চলে গিয়েছে। ২০২৪ সালে কেন্দ্রে সরকার তৈরির পর এ নিয়ে কথা বলব। দেখব, সরাসরি কোনও কাজ করা যায় কি না।’ 

লকেটের আরও দাবি,‘আমি সংসদে বিষয়টি তুলেছি। পঞ্চায়েতের একটা বৈঠকে গঙ্গা ভাঙন নিয়ে কথা বলতে গিয়েছিলাম। ‘কোরাম’ হয়নি বলে তৃণমূল সেই বৈঠকই করতে দেয়নি। এরা মানুষের ভাল চায়নি। তোলাবাজিতেই ব্যস্ত। কেন্দ্র টাকা দিলেও তা রাজ্যের মাধ্যমে খরচ হয়। এ বার জিতে ওঠার পর দেখব অন্য কোনও পথ আছে কি না।’

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement