Advertisement

Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ, এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Low Pressure Rain: বঙ্গোপসাগরে নিম্নচাপ। তার প্রভাবে নতুন সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছ। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শনিবারই বৃষ্টি শুরু হচ্ছে না। রবি, সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের ওপর নিম্নচাপের সৃষ্টি হয়েছে।

এক নজরে দেখে নিন।এক নজরে দেখে নিন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Oct 2025,
  • अपडेटेड 7:30 AM IST
  • বঙ্গোপসাগরে নিম্নচাপ। তার প্রভাবে নতুন সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছ।
  • শনিবার সকালের আপডেট অনুযায়ী, এখনই বৃষ্টি শুরু হচ্ছে না।
  • রবি, সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা।

Low Pressure Rain: বঙ্গোপসাগরে নিম্নচাপ। তার প্রভাবে নতুন সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছ। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শনিবারই বৃষ্টি শুরু হচ্ছে না। রবি, সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের ওপর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিনে তার শক্তি আরও বাড়বে বলে জানা গিয়েছে। নিচে IMD Kolkata র শুক্রবার প্রকাশিত স্পেশাল বুলেটিন দেওয়া হল। নিজেই দেখে নিন।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, নদিয়া ও পুরুলিয়ায় বৃষ্টির পূর্বাভাস নেই। তাপমাত্রাতেও তেমন হেরফের হবে না। হালকা মেঘ থাকতে পারে।

IMD কলকাতার বুলেটিন।

২৬ অক্টোবর থেকে বৃষ্টি শুরু
২৬ তারিখে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। ২৭ তারিখে দুই মেদিনীপুরে ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি বাড়তে পারে। ২৮ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের বহু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গেও শনিবার আকাশ পরিষ্কার
উত্তরবঙ্গেও শনিবার আকাশ প্রায় পরিষ্কার থাকবে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫ অক্টোবরের মধ্যে নিম্নচাপটি ডিপ্রেশনে পরিণত হবে। ২৬ অক্টোবর তা গভীর নিম্নচাপে বদলাবে। ২৭ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেই সময় অবস্থান করবে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য অংশে।

এতে উপকূলীয় জেলাগুলিতে প্রভাব পড়তে পারে। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বৃষ্টি শুরু হতে পারে।

ফলে ছট পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২৬ তারিখ থেকে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় হালকা বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হতে পারে। ২৭ ও ২৮ অক্টোবর সেই বাড়বে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৭ অক্টোবর থেকে বঙ্গোপসাগরে জোর হাওয়া বইবে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া উঠতে পারে। আর সেই কারণেই মৎস্যজীবীদের জন্য় এই বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। ২৭ অক্টোবরের মধ্যে সবাইকে ফিরে আসতে বলা হয়েছে। ২৮ অক্টোবরের পর থেকে বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলে সমুদ্র আরও উত্তাল হবে। তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার অ্যালার্ট জারি হয়েছে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement