বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। হাওয়া অফিস সূত্রে খবর, আজ দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শনিবারের মধ্যে ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। ফলে শীতের বাংলায় ফের বৃষ্টি হবে কি না, তাই নিয়ে সংশয় তৈরি হয়েছে। নিম্নচাপের আদৌ কি প্রভাব পড়বে এ রাজ্যে? এই নিয়ে বিশদে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে
আজ দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শনিবারের মধ্যে ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। শ্রীলঙ্কা উপকূল ও তামিলনাডু সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সোমবার এই নিম্নচাপ আরও শক্তিশালী হতে পারে। তবে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না বাংলায়।
নিম্নচাপের প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকদের জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সর্তকতা জারি করা হয়েছে। নিকোবর দ্বীপপুঞ্জের একাংশে আজ থেকেই বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকা উত্তাল থাকবে। সে কারণে ওই এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কেমন শীত থারবে বাংলায়?
হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। শীতের আমেজ বজায় থাকবে। কয়েকটি জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
কেমন থাকবে তাপমাত্রা?
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।