Advertisement

Lunar Eclipse: পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে কলকাতা-সহ বাংলাও রক্তাভ চাঁদ দেখবে, টানা ১ ঘণ্টা ২২ মিনিট ধরে

আকাশে বিরল মহাজাগতিক ঘটনা। আগামী ৭-৮ সেপ্টেম্বর রাতে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। কলকাতা সহ গোটা দেশে দেখা যাবে এই গ্রহণ। বিজ্ঞানীদের মতে, প্রায় ৮২ মিনিট ধরে আকাশে দেখা যাবে টকটকে লাল চাঁদ, যাকে বলা হয় ‘ব্লাড মুন’।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Sep 2025,
  • अपडेटेड 9:41 AM IST
  • আকাশে বিরল মহাজাগতিক ঘটনা।
  • আগামী ৭-৮ সেপ্টেম্বর রাতে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

আকাশে বিরল মহাজাগতিক ঘটনা। আগামী ৭-৮ সেপ্টেম্বর রাতে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। কলকাতা সহ গোটা দেশে দেখা যাবে এই গ্রহণ। বিজ্ঞানীদের মতে, প্রায় ৮২ মিনিট ধরে আকাশে দেখা যাবে টকটকে লাল চাঁদ, যাকে বলা হয় ‘ব্লাড মুন’।

কখন এবং কোথায় দেখা যাবে গ্রহণ?
শুরু: ৭ সেপ্টেম্বর রাত ৮টা ৫৮ মিনিট (ভারতীয় সময়)
শেষ: ৮ সেপ্টেম্বর রাত ২টা ২৫ মিনিট
লাল চাঁদ দৃশ্যমান: রাত ১১টা থেকে রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত
এই সময় ধরে চাঁদের রং থাকবে উজ্জ্বল লাল। ভারতের পাশাপাশি এশিয়া, অস্ট্রেলিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও গ্রহণ দেখা যাবে।

কেন লাল হয়ে ওঠে চাঁদ?
চাঁদের নিজস্ব আলো নেই। সূর্যের আলো প্রতিফলিত হয়ে চাঁদকে দেখা যায়। কিন্তু পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, সূর্যের আলো সরাসরি আর চাঁদে পৌঁছায় না। পৃথিবীর বায়ুমণ্ডল নীল ও বেগুনি রশ্মিকে আটকে দেয়, তবে লাল ও কমলা তরঙ্গ চাঁদের উপর প্রতিফলিত হয়। এর ফলেই গ্রহণের সময় চাঁদকে লাল দেখা যায়।

গবেষণার নতুন সুযোগ
বিজ্ঞানীরা মনে করছেন, এ ধরনের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুধু দর্শনীয় নয়, গবেষণার জন্যও গুরুত্বপূর্ণ। সন্দীপকুমার চক্রবর্তী জানান, চাঁদের গায়ে নিয়মিত উল্কাপাত ঘটে। তবে চাঁদের আলোর কারণে তা সাধারণত দৃশ্যমান হয় না। কিন্তু গ্রহণের সময়ে উল্কার আঘাত চোখে ধরা পড়তে পারে, যা নতুন গবেষণার জন্য বড় সুযোগ তৈরি করবে।

আবহাওয়া অনুকূল থাকলে, আগামী রবিবার রাতেই কলকাতা-সহ সমগ্র বাংলার মানুষ উপভোগ করতে পারবেন এই মহাজাগতিক দৃশ্য, এক ঘণ্টা বাষট্টি মিনিট ধরে রক্তিম লাল চাঁদ।

 

Read more!
Advertisement
Advertisement