নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আরও একবার নিশানা করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। একইসঙ্গে তাঁর মুখে শোনা গেলে 'বোমা'-হুঁশিয়ারি। সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি আজতক বাংলা। মদন মিত্রের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিরোধীর।
ওই ভিডওতে মদন মিত্রকে বলতে দেখা যাচ্ছে,"যাঁরা বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেলস। যাঁরা তাণ্ডব করছেন, গুন্ডামি করছেন। দল নির্দেশ দিলে ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেব। কিন্তু দল বলেছে তাণ্ডব নয়, প্রেম চাই। গুন্ডামি তো করাই যায়। এখনই একটা ছেলেকে দিয়ে চারটে বোমা মারলে সব ফাঁকা হয়ে যাবে। কিন্তু তাতে কৃতিত্ব কিছু নেই।" মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর। ওই ভিডিওতে মদন মিত্রের পাশ হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কও (Prasun Banerjee) দেখা গিয়েছে।
মদন মিত্রের এই বক্তব্যের তীব্র সমালোচনা করে বিজেপি নেতা রাহুন সিনহা (Rahul Sinha) সংবাদমাধ্যমকে বলেন, "আমরা বারবার বলে এসেছি এটা উগ্রপন্থী ও সন্ত্রাসবাদীদের পার্টি। তার আবার প্রমাণ পাওয়া গেল। অভিষেক বন্দ্য়োপাধ্যায় ক'দিন আগে মাথায় গুলি করার কথা বলছেন, উনি ১০ মিনিটে খালি করা, বোম মারার কথা বলছেন। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে পশ্চিম বাংলায় হিংসা, পশ্চিম বাংলায় রাহাজানি, পশ্চিম বাংলায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করে এরা ক্ষমতায় টিকে থাকতে চায়।"
পাশাপাশি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) প্রতিক্রিয়া, "মদন মিত্রকে দোষ দেবেন কেন? মদন মিত্র যে এলিমেন্ট তাতে এই কথাগুলো বলাই ওঁর উচিত। আর ওঁর নেতা সৌগত রায়, তিনি তো যা বলার বলে দিয়েছেন। তার বড় নেতা অভিষেক, তিনি বলেছেন গুলি করা উচিত। তার বড় নেত্রী মমতা ব্যানার্জী, তিনি বলেছেন জিভ টেনে ছিঁড়ে ফেলা দরকার। এই যদি মমতা ব্যানার্জী, ভাইপো বা সৌগত হন, তাহলে মদন মিত্র তাঁর স্বাভাবিক ভঙ্গিমাতেই আছেন।"
অন্যদিকে ওই একই ভিডিওতে মদন মিত্রের প্রশংসা করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা নিয়েই প্রশ্ন তুললেন হাওড়ার সাংসদ। তিনি বলেন, 'মদন মিত্র মন্ত্রিসভায় নেই দেখে অবাক হয়ে যাচ্ছি। তৃণমূল জমানায় সেরা ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। আর কাউকে ক্রীড়ামন্ত্রী হিসেবে মানি না। কেউ রাগ করলে আমার কিছু যায় আসে না।' ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়েছে প্রসূনের সেই বক্তব্যও।
আরও পড়ুন - আজ ফের ঘূর্ণবর্তের পূর্বভাস, কোন জেলাগুলিতে বৃষ্টি?