Advertisement

Madhyamik 2025: বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে এসে ধরা পড়ল কলেজ পড়ুয়া দিদি, গ্রেফতার

সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, আর প্রথম দিনেই চাঞ্চল্যকর ঘটনা ঘটল হুগলির চণ্ডীতলায়। এক পরীক্ষার্থীর জায়গায় তার দিদি পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন। ঘটনাটি ঘটেছে চণ্ডীতলা গরলগাছা গার্লস হাইস্কুলে, যেখানে পরীক্ষকের সন্দেহ হওয়ার পর পুরো বিষয়টি প্রকাশ্যে আসে।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Feb 2025,
  • अपडेटेड 8:27 PM IST
  • সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, আর প্রথম দিনেই চাঞ্চল্যকর ঘটনা ঘটল হুগলির চণ্ডীতলায়।
  • এক পরীক্ষার্থীর জায়গায় তার দিদি পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন।

সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, আর প্রথম দিনেই চাঞ্চল্যকর ঘটনা ঘটল হুগলির চণ্ডীতলায়। এক পরীক্ষার্থীর জায়গায় তার দিদি পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন। ঘটনাটি ঘটেছে চণ্ডীতলা গরলগাছা গার্লস হাইস্কুলে, যেখানে পরীক্ষকের সন্দেহ হওয়ার পর পুরো বিষয়টি প্রকাশ্যে আসে।

কীভাবে ধরা পড়লেন কলেজ পড়ুয়া দিদি?
সোমবার সকালে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পর, গরলগাছা গার্লস হাইস্কুলের এক পরীক্ষার্থীর সঙ্গে অ্যাডমিট কার্ডের ছবির অমিল দেখে সন্দেহ হয় পরীক্ষকের। ইনভিজিলেটর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং দ্রুতই সামনে আসে আসল সত্য। জানা যায়, কুমিরমরা আর.কে.এন হাইস্কুলের এক ছাত্রীর হয়ে তার দিদি পরীক্ষা দিতে এসেছিলেন।

পরীক্ষার হলে উপস্থিত পর্যবেক্ষকরা বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে চণ্ডীতলা থানার পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই ছাত্রীকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে যায়।

কী বলছে শিক্ষা দফতর ও মধ্যশিক্ষা পর্ষদ?
মাধ্যমিক পরীক্ষার এমারজেন্সি রেসপন্স টিমের দায়িত্বপ্রাপ্ত কৌশিক শীল চণ্ডীতলা থানায় এসে জানান, গরলগাছা গার্লস হাইস্কুলে কুমিরমরা আর.কে.এন হাইস্কুলের ছাত্রীদের পরীক্ষা ছিল। সেখানেই এক পরীক্ষার্থীর বদলে তার দিদি পরীক্ষা দিতে প্রবেশ করে।

তিনি বলেন, "ইনভিজিলেটর অ্যাডমিট কার্ড দেখে ছবির সঙ্গে মিল না পেয়ে সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন। তখনই ওই ছাত্রীর আসল পরিচয় সামনে আসে। তারপর পুলিশকে জানানো হয় এবং শিক্ষা দফতর ও মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের বিষয়টি জানানো হয়। দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।"

আইনি পদক্ষেপের সম্ভাবনা
হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে জানা গেছে, শিক্ষা দফতরের পক্ষ থেকে নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত কলেজ পড়ুয়া দিদির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Read more!
Advertisement
Advertisement