Advertisement

Madhyamik 2023: 'লিক নয় অন্তর্ঘাত', মাধ্যমিকের প্রশ্নফাঁস ইস্যুতে বলল পর্ষদ

মাধ্যমিকে ইংরেজি ভাষার প্রশ্নফাঁসের অভিযোগে প্রেস বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদের। পর্ষদ জানায়, "লিক নয়, পুরোপুরি অন্তর্ঘাত।" কে বা কারা এ কাজ করেছে তা নিয়ে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইংরেজি পরীক্ষা চলাকালীনই ট্য়ুইটারে প্রশ্নপত্রের ৩টি পাতার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় bangla.aajtak.in-কে বলেন, "এটা পুরোপুরি ষড়যন্ত্র।"

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Feb 2023,
  • अपडेटेड 7:43 PM IST
  • মাধ্যমিকে ইংরেজি ভাষার প্রশ্নফাঁসের অভিযোগে প্রেস বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদের
  • বেলা ১টা ৪৫-এর পর ১৬ পাতার মাধ্যমিক প্রশ্নের ৩টি পাতা ছড়িয়ে পড়ে

Madhyamik 2023 Question Leak Issue: মাধ্যমিকে (Madhyamik 2023) ইংরেজি ভাষার প্রশ্নফাঁসের অভিযোগে প্রেস বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদের। পর্ষদ জানায়, "লিক নয়, পুরোপুরি অন্তর্ঘাত।" কে বা কারা এ কাজ করেছে তা নিয়ে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইংরেজি পরীক্ষা চলাকালীনই ট্য়ুইটারে প্রশ্নপত্রের ৩টি পাতার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় bangla.aajtak.in-কে বলেন, "এটা পুরোপুরি ষড়যন্ত্র।"

এদিন বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা ১টা ৪৫-এর পর ১৬ পাতার মাধ্যমিক প্রশ্নের ৩টি পাতা ছড়িয়ে পড়ে। প্রশ্নপত্র লিক হওয়া তখন বলা যেত যদি ১৬ পাতার প্রশ্ন পরীক্ষা শুরুর আগেই বেরিয়ে যেত। বেলা ১২টায় পরীক্ষা শুরু হয়েছে, ১১টা ৪৫-এ পরীক্ষার হলে ঢুকে গেছে পরীক্ষার্থীরা। যখন প্রশ্নপত্র বাইরে এসেছে তখন পরীক্ষার্থীরা হলের ভিতরেই ছিল। ফলে এর কোনও প্রভাব পড়ার কথা নয়। তাই, যারা এই কাণ্ডটি ঘটিয়েছে তা নিতান্তই অন্তর্ঘাত।

মধ্যশিক্ষা পর্ষদের প্রেস বিজ্ঞপ্তি

এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠকে বলেন, 'আমরা শুনেছি মালদা জেলা থেকে পেপার ফাঁস হয়েছে। নতুন কিছু নয়, আগেও ঘটেছে। আমি শুনেছি যে মালদার এক তৃণমূল নেতা প্রশ্নপত্র ফাঁস করেছেন।'

তবে,শুধু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারই নন, এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যও নিজের ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করে প্রশ্নফাঁসের অভিযোগ তুলেছেন। সৃজন লিখেছেন, ‘মাধ্যমিকে ইংরেজির প্রশ্নপত্র কি ফাঁস হল? দ্রুত খোলসা করুক পর্ষদ। এসবের মধ্যেও কোনও কুন্তল তাপস মানিক লুকিয়ে নেই তো?’

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলায় সুকন্তকে একহাত নেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, 'সুকান্ত মজুমদার শিক্ষা জগতের লোক। তাঁর এই ধরনের সংকীর্ণ রাজনীতি মানায় না।'
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement