আগামীকাল, সোমবার থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। পশ্চিমবঙ্গের লক্ষাধিক পড়ুয়া জীবনের প্রথম বড় পরীক্ষার সম্মুখীন হতে চলেছে। পরীক্ষার্থীদের সময়মতো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকা, পরীক্ষার নিয়ম মেনে চলা এবং সঠিক উপায়ে উত্তরপত্র লেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই পরীক্ষার আগে কিছু নির্দেশিকা জানা দরকার, যা পরীক্ষার সময় সহায়ক হবে।
সময়সূচি ও পরীক্ষাকেন্দ্রে প্রবেশের নিয়ম
পরীক্ষাকেন্দ্রে প্রবেশ শুরু হবে সকাল ১০টা থেকে এবং ১১:১৫-র পরে প্রবেশ করা যাবে না। ১০:৪৫-এ প্রশ্নপত্র বিতরণ করা হবে এবং ১১টা থেকে উত্তরপত্র লেখা শুরু করতে হবে। তবে প্রথম ১২:১৫-এর আগে এবং ১টার পরে পরীক্ষার হল থেকে কেউ বের হতে পারবে না।
পরীক্ষার সময় যা যা করতে হবে
স্বচ্ছ রাইটিং বোর্ড ব্যবহার করা বাধ্যতামূলক, যাতে খাতা দেখা সহজ হয়।
সাধারণ ঘড়ি পরা যাবে, তবে স্মার্টওয়াচ নিষিদ্ধ। ধরা পড়লে পরীক্ষা বাতিল হতে পারে।
শুধুমাত্র ডট বলপেন ব্যবহার করতে হবে। নতুন পেনের পরিবর্তে আগেই ব্যবহৃত পেন নেওয়া ভালো।
খাতার চারপাশে মার্জিন দিতে হবে এবং অতিরিক্ত খাতার পৃষ্ঠার সংখ্যা লিখতে হবে।
ম্যাপ ও গ্রাফ পেপার মাঝখানে বাঁধতে হবে, যেন আলাদা হয়ে না যায়।
প্রশ্ন পাওয়ার পর প্রথম ১০ মিনিট পরিকল্পনা করতে হবে এবং বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে আগে ভালো জানা উত্তর লেখা উচিত।
পরীক্ষার আগের দিন অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, পেন, পেন্সিল, স্কেল ইত্যাদি গুছিয়ে নেওয়া উচিত।
কী কী করা যাবে না?
প্রশ্নপত্রের অপশনে (MCQ) টিক দেওয়া নিষিদ্ধ।
সঠিকভাবে দাগ নম্বর (Question Serial) লিখতে হবে, ভুল হলে নম্বর কমতে পারে।
মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ব্লুটুথ, ডিজিটাল ডিভাইস, নোটবই সম্পূর্ণ নিষিদ্ধ। ধরা পড়লে পরীক্ষা বাতিল হতে পারে।
প্রথম এক ঘণ্টা ও শেষের এক ঘণ্টায় বাইরে যাওয়া যাবে না এবং মাঝের সময়েও প্রশ্নপত্র নিয়ে বের হওয়া নিষিদ্ধ।
শারীরিক সমস্যা হলে ভয় না পেয়ে ইনভিজিলেটরকে জানাতে হবে।