Madhyamik Special Trains and Metro: মাধ্যমিক পরীক্ষা শুরু হল আজ থেকে। চলবে ৪ মার্চ পর্যন্ত। পরীক্ষার ফলপ্রকাশ হবে মে মাসের শেষ সপ্তাহে। আজ প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা। পরীক্ষা শুরু ১২টা থেকে, ১১টা ৪৫ মিনিটে হলে ঢুকতে হবে, চলবে বেলা ৩টে পর্যন্ত। এই সময়ে পরীক্ষার্থীদের সুবিধার্থে ট্রেনের বিশেষ সুবিধা রাখা হয়েছে। পূর্ব রেলের শিয়ালদা বিভাগে EMU/যাত্রী ট্রেনগুলির অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১০টা থেকে ১১টা ৪৫ এবং ৩ টে থেকে সাড়ে ৪টে। ২৩, ২৪, ২৫, ২৮ ফেব্রুয়ারি ও ১, ২, ৩, ৪ মার্চে শিয়ালদা- রানাঘাট সেকশনে পাল্টা, জগদ্দল, কাঁকিনাড়া সেকশন এবং পায়রাডাঙ্গা স্টেশন, বারাসাত - বনগাঁ সেকশনে বিভূতি ভূষণ হল্ট স্টেশনে থাকবে অতিরিক্ত স্টপেজ। শনিবার মেট্রোও চলবে অধিক।
ট্রেনে অতিরিক্ত স্টপেজের সম্পূর্ণ সময় সূচি জেনে নিন-
পরীক্ষার্থীদের জন্য বিশেষ মেট্রো
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর। শনিবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য মেট্রো ব্লু লাইনে ৮টি স্পেশাল মেট্রো পরিষেবা মিলবে।
ব্লু লাইনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষার সময় মেট্রো রেল শনিবার অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ১৮ মার্চ এবং ২৫ মার্চ) ৮টি বিশেষ পরিষেবা চালাতে চলেছে৷ এই ৮টি ট্রেন আপ-ডাউনে বিশেষ পরিষেবা পাওয়া যাবে। পরীক্ষা চলাকালীন ১০টা থেকে ১২টা এবং বেনা ৩টে-৪টের মধ্যে চালানো হবে।
মঙ্গলবারই মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার জন্য ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ এবং ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত পরীক্ষার আগে ও পরে ৫-৬ মিনিট অন্তর চলবে মেট্রো।
সকাল ৯টা থেকে রাত্রি ৮টা ১৮ মিনিট পর্যন্ত মিলবে এই পরিষেবা। বেলা ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টে থেকে সন্ধ্যে ৫টার মধ্যে মিলবে এই অতিরিক্ত মেট্রো পরিষেবা। এর ফলে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার্থীদের যাতায়াতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।
যে কোনও সমস্যার কথা জানাতে রয়েছে হেল্পলাইন নম্বর
পরীক্ষা নির্বিঘ্ন করতে পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রমক ব্যবস্থা করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুমও। পর্ষদের হেল্পলাইন নম্বরগুলি হল যথাক্রমে- 03323213827, 03323592274। পর্ষদ সভাপতির অফিসের নম্বর- 03323213089। পর্ষদের সচিবের দফতরের নম্বর- 03323213816। প্রয়োজনে পর্ষদকে ই-মেলও করা যাবে। ই-মেল আইডি হল-examwbbse@gmail.com।