Advertisement

Madhyamik Result 2024 Date: মাধ্যমিকের রেজাল্ট শীঘ্রই? সম্ভাব্য তারিখ নিয়ে যা জানালেন পর্ষদের সভাপতি

মাধ্যমিকের ফল ঘোষণার আর খুব বেশি দেরি নেই। ভোটের আবহে মাধ্যমিকের ফল ঘোষণা হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হচ্ছিল। ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে লোকসভা নিরবাচন। শেষ হবে আগামী ১ জুন, তারপর ৪ জুন ফল ঘোষণা। তবে লোকসভা নির্বাচন মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফলের জন্য কোনও বাঁধা হয়ে দাঁড়াবে না। 

মাধ্যমিকের ফলঘোষণা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Apr 2024,
  • अपडेटेड 10:55 AM IST

Madhyamik Result 2024: মাধ্যমিকের ফল ঘোষণার আর খুব বেশি দেরি নেই। ভোটের আবহে মাধ্যমিকের ফল ঘোষণা হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হচ্ছিল। ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে লোকসভা নিরবাচন। শেষ হবে আগামী ১ জুন, তারপর ৪ জুন ফল ঘোষণা। তবে লোকসভা নির্বাচন মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফলের জন্য কোনও বাঁধা হয়ে দাঁড়াবে না। 

যদিও মধ্যশিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিকের ফলাফলের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে মে মাসেই ফলপ্রকাশ হওয়ার আভাস মিলছে। সব ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহে ফল বেরোতে পারে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, "এখনও ফলাফলের দিনক্ষণ ঠিক হয়নি।" 

২০২৩ সালে মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছিল ১৯ মে। এবার লোকসভা নির্বাচনের কারণে পরীক্ষা খানিকটা এগিয়ে আনা হয়। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই মতো পরীক্ষার ফল ঘোষণা হতে পারে মে-র প্রথম সপ্তাহে। যদিও অফিসিয়াল তারিখ না জানা পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না।

মাধ্যমিকের ফল কীভাবে দেখবেন?
- মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে মাধ্যমিকের ফল। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in বা wbresults.nic.in-এ গিয়ে ‘West Bengal Board of Secondary Exam Results 2023’ লিঙ্কে ক্লিক করতে হবে পড়ুয়াদের। 
- এরপর একটি নতুন পেজ খুল যাবে। সেখানে যথা স্থানে রোল নম্বর, জন্মতারিখ এবং ক্যাপচা দিয়ে ‘সাবমিট’ করতে হবে। 
- এরপরই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement