Advertisement

NJP Siliguri trains: NJP, শিলিগুড়ি লাইনে বহু ট্রেনের রুট ও টাইমে বদল, রেল যা জানাল...

উত্তরবঙ্গে ট্রেনে যাতায়াতের পরিকল্পনা করছেন? তাহলে এখনই দেখে নিন সময়সূচি। আলিপুরদুয়ার ডিভিশনের সেবক-রংপো প্রকল্পের কাজের জন্য আগামী সপ্তাহে একাধিক ট্রেনের সময়সূচি ও রুটে পরিবর্তন আনা হচ্ছে। সেবক স্টেশনে ইয়ার্ড রি-মডেলিংয়ের কাজ চলায় রেলের পক্ষ থেকে সাময়িক নিয়ন্ত্রণ এবং সময় বদলের নির্দেশ জারি করা হয়েছে।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Oct 2025,
  • अपडेटेड 1:52 PM IST
  • উত্তরবঙ্গে ট্রেনে যাতায়াতের পরিকল্পনা করছেন?
  • তাহলে এখনই দেখে নিন সময়সূচি।

উত্তরবঙ্গে ট্রেনে যাতায়াতের পরিকল্পনা করছেন? তাহলে এখনই দেখে নিন সময়সূচি। আলিপুরদুয়ার ডিভিশনের সেবক-রংপো প্রকল্পের কাজের জন্য আগামী সপ্তাহে একাধিক ট্রেনের সময়সূচি ও রুটে পরিবর্তন আনা হচ্ছে। সেবক স্টেশনে ইয়ার্ড রি-মডেলিংয়ের কাজ চলায় রেলের পক্ষ থেকে সাময়িক নিয়ন্ত্রণ এবং সময় বদলের নির্দেশ জারি করা হয়েছে।

রেল সূত্রে জানা গেছে, ৮ ও ৯ অক্টোবর প্রি-নন-ইন্টারলকিং এবং ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নন-ইন্টারলকিং কাজ চলবে। এই সময়ের মধ্যে এনজেপি ও শিলিগুড়ি জংশনের বেশ কিছু লোকাল ও এক্সপ্রেস ট্রেনের গন্তব্য, ছাড়ার সময় এবং রুট সাময়িকভাবে পরিবর্তিত থাকবে।

সময়সূচিতে পরিবর্তন
৭৫৭১৪ বামনহাট–শিলিগুড়ি জংশন ডেমু: ৮ থেকে ১১ অক্টোবর সকাল ৫টার বদলে ছাড়বে সকাল ৮টায়।

৭৫৭২৫ শিলিগুড়ি জং–নিউ বঙাইগাঁও ডেমু: ছাড়বে দুপুর ১টায়, আগে ছিল সকাল ১০টা ৫০।

৭৫৭২৬ নিউ বঙাইগাঁও–শিলিগুড়ি জংশন ডেমু: ১৫ অক্টোবর সকাল ৬টা ৩০-এর বদলে সকাল ৯টা ৩০-এ ছাড়বে।

৭৫৭১৩ শিলিগুড়ি জং–বামনহাট ডেমু: ১৫ অক্টোবর বিকেল ৪টা ৫ মিনিটের বদলে বিকেল ৫টা ৩০-এ ছাড়বে।

১৫৬২১ কামাখ্যা–আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস: ৯ অক্টোবর সকাল ৫টার বদলে সকাল ৬টায় ছাড়বে।

১৫৪৮৩ আলিপুরদুয়ার–দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেস: ১০ অক্টোবর সকাল ১০টা ৩০-এর বদলে দুপুর ১টায় এবং ১৫ অক্টোবর দুপুর ২টায় ছাড়বে।

১৩২৪৭ কামাখ্যা–রাজেন্দ্র নগর ক্যাপিটেল এক্সপ্রেস: ১০ অক্টোবর সকাল ৮টা ও ১৫ অক্টোবর সকাল ১০টায় ছাড়বে।

রুটে পরিবর্তন
১৩২৪৮ আরা–কামাখ্যা ক্যাপিটেল এক্সপ্রেস (১৪ অক্টোবর) চলবে শিলিগুড়ি জংশন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার ও নিউ বঙাইগাঁও হয়ে।
অস্থায়ী স্টপেজ থাকবে জলপাইগুড়ি রোড, ধূপগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার ও নিউ আলিপুরদুয়ারে।

১৯৬১৫ উদয়পুর সিটি–কামাখ্যা কবিগুরু এক্সপ্রেস (১৩ অক্টোবর) চলবে নিউ জলপাইগুড়ি, রানিনগর জলপাইগুড়ি, ধূপগুড়ি, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, শামুকতলা রোড, নিউ বঙাইগাঁও হয়ে।
অস্থায়ী স্টপেজ থাকবে ধূপগুড়ি, নিউ কোচবিহার ও নিউ আলিপুরদুয়ারে।

ট্রেন নিয়ন্ত্রণ
১৫৪৮৪ দিল্লি–আলিপুরদুয়ার সিকিম মহানন্দা এক্সপ্রেস (১৪ অক্টোবর) কাটিহার ডিভিশনে নিয়ন্ত্রিতভাবে চলবে।

Advertisement

১৫৪৬৮ বামনহাট–শিলিগুড়ি জংশন এক্সপ্রেস (১৫ অক্টোবর) চলাচলের সময় নিয়ন্ত্রণে থাকবে।

রেল কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে, ভ্রমণের আগে ট্রেনের সময়সূচি ও রুট পরিবর্তনের তথ্য আগেভাগে যাচাই করে যাত্রা পরিকল্পনা করতে।

রেল সূত্রের পরামর্শ, সেবক-রংপো প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই পরিবর্তন কার্যকর থাকবে এবং ভবিষ্যতে আরও সংশোধনের সম্ভাবনাও রয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement