Advertisement

West Bengal Police Reshuffle: ভোটের মুখে রাজ্য পুলিশে বিরাট রদবদলে কোন কোন জেলা নজরে? বেশ তাত্‍পর্যপূর্ণ

রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে যখন বারবার অভিযোগ তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তখনই এই রদবদল। রাজ্যের স্বরাষ্ট্র দফতর জানিয়ে দিয়েছে, যে সব অফিসারকে বদলি বা পদে বদল করা হল, তাঁরা এখন থেকেই নয়া দায়িত্ব নিয়ে নেবেন। পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত।

পশ্চিমবঙ্গ পুলিশে বড়সড় রদবদলপশ্চিমবঙ্গ পুলিশে বড়সড় রদবদল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Nov 2025,
  • अपडेटेड 9:28 AM IST
  • কাকে কোথায় বদলি করা হল?
  • কয়েকজন আইপিএস অফিসারের দায়িত্বে বদল
  • রদবদলে মূলত নজরে যে জেলাগুলি

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে যা যা মোটামুটি হয়ে থাকে, এবারও সেই সব ঘটছে। জেলায় জেলায় রাজনৈতিক হিংসার খবর আসছে। ধর্মীয় মেরুকরণের রাজনীতি। এবং পুলিশে রদবদল। যার নির্যাস, ২০২৫ সাল শেষ হচ্ছে ছাব্বিশের ভোট যুদ্ধ শুরুর আবহেই। পশ্চিমবঙ্গ পুলিশে বড়সড় রদবদল করল নবান্ন। রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে যখন বারবার অভিযোগ তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তখনই এই রদবদল। রাজ্যের স্বরাষ্ট্র দফতর জানিয়ে দিয়েছে, যে সব অফিসারকে বদলি বা পদে বদল করা হল, তাঁরা এখন থেকেই নয়া দায়িত্ব নিয়ে নেবেন। পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত।

কাকে কোথায় বদলি করা হল?

নবান্নের তরফে জারি করা নোটিশ বলছে,  ঝাড়গ্রামের SP অরিজিত্‍ সিনহাকে মেদিনীপুর রেঞ্জের DIG পদে বদলি করা হল। বাঁকুড়ার SP বৈভব তিওয়ারিকে পুরুলিয়ার SP পদের দায়িত্ব দেওয়া হয়েছে। পুরুলিয়ার SP অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়কে মালদার SP করে পাঠানো হল। মালদার বর্তমান SP প্রদীপকুমার যাদবকে উত্তর দিনাজপুরে SP (ট্র্যাফিক) ও আলিপুরদুয়ারের SP  ওয়াই রঘুবংশীকে দায়িত্ব দেওয়া হল জলপাইগুড়ির SP পদের। আলিপুরদুয়ারে রঘুবংশীর পদে পাঠানো হল খাণ্ডওয়ালে উমেশ গণপতকে। 

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, সচিন, যিনি এতদিন এসএস, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, পশ্চিমবঙ্গ পদে কর্মরত ছিলেন, তাঁকে বিধাননগর পুলিশ কমিশনারেটের নিউটাউন বিভাগের নতুন ডেপুটি কমিশনার (ডিসি) হিসেবে নিয়োগ করা হয়েছে। ধৃতিমান সরকার, যিনি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার (এসপি) পদে ছিলেন, তাঁকে এসএস, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, পশ্চিমবঙ্গ দায়িত্বে নিয়োগ করা হয়েছে। নির্বাচনপূর্ব পরিস্থিতিতে রাজ্যে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক গতিবিধি পর্যবেক্ষণে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া, মহম্মদ সানা আখতারকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ওয়েস্ট জোনের ডেপুটি কমিশনার (ডিসি) হিসেবে নিয়োগ করা হয়েছে।

কয়েকজন আইপিএস অফিসারের দায়িত্বে বদল

এ ছাড়াও আরও বেশ কয়েকজন আইপিএস অফিসারের দায়িত্বে বদল আনা হয়েছে। সোনাওয়ানে কুলদীপ সুরেশকে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ করা হয়েছে। সৌম্যদীপ ভট্টাচার্যকে বাঁকুড়ার এসপি পদের দায়িত্ব দেওয়া হয়েছে। মানব সিংলা ঝাড়গ্রামের এসপি হিসেবে যোগ দিচ্ছেন। পলাশ চন্দ্র ঢালিকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার (এসপি) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। আর শুভেন্দ্র কুমারকে বারুইপুর পুলিশ জেলার নতুন এসপি করা হয়েছে।

Advertisement

রদবদলে মূলত নজরে যে জেলাগুলি

সার্বিক ভাবে দেখা যাচ্ছে, এই রদবদলে মূলত আলিপুরদুয়ার, মালদা, কোচবিহার, ডায়মন্ড হারবার, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, মেদিনীপুরে বেশি ফোকাস করা হয়েছে। WBPS মিতুন দেকে যেমন অতিরিক্ত পুলিশ সুপার পদে পূর্ব মেদিনীপুর জেলায় বদলি করা হল। এই মিতুন দে ডায়মন্ড হারবারে পোস্টিং ছিলেন। 

 

Read more!
Advertisement
Advertisement