Advertisement

Malda: লকডাউনে নিখোঁজ ভাই, ৬ বছরপর সোশ্যাল মিডিয়ার দৌলতে মিলল সন্ধান 

৬ বছর ধরে নিখোঁজ ভাইকে খুঁজে পেয়ে আবেগে ভেঙে পড়ল পরিবার। করোনা লকডাউনের সময় নিখোঁজ হয়ে যাওয়া ভাইকে এতদিন মৃত বলে ধরে নিয়েছিল পরিবার। কিন্তু হঠাৎই সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওতে তাকে দেখতে পান তার দিদি।

নিখোঁজ ভাইয়ের খোঁজ।-ফাইল ছবিনিখোঁজ ভাইয়ের খোঁজ।-ফাইল ছবি
সুচেতা কোনার
  • কলকাতা,
  • 23 Mar 2025,
  • अपडेटेड 10:43 AM IST
  • ৬ বছর ধরে নিখোঁজ ভাইকে খুঁজে পেয়ে আবেগে ভেঙে পড়ল পরিবার। করোনা লকডাউনের সময় নিখোঁজ হয়ে যাওয়া ভাইকে এতদিন মৃত বলে ধরে নিয়েছিল পরিবার।
  • কিন্তু হঠাৎই সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওতে তাকে দেখতে পান তার দিদি।

৬ বছর ধরে নিখোঁজ ভাইকে খুঁজে পেয়ে আবেগে ভেঙে পড়ল পরিবার। করোনা লকডাউনের সময় নিখোঁজ হয়ে যাওয়া ভাইকে এতদিন মৃত বলে ধরে নিয়েছিল পরিবার। কিন্তু হঠাৎই সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওতে তাকে দেখতে পান তার দিদি। নোংরা পোশাকে, ট্রেনের কামরার এক কোনায় বসে থাকা সেই ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন দিদি। এখন ভাইকে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ
মালদার মানিকচকের নুরপুর পঞ্চায়েতের ব্রাহ্মণগ্রামের বাসিন্দা সুলতান খান। পরিবারের আর্থিক সমস্যা মেটাতে ২০১৯ সালে ভিন রাজ্যে পাড়ি দেন তিনি। দিল্লিতে ঠিকা শ্রমিকের কাজ করছিলেন সুলতান। ২০২০ সালে করোনার কারণে দেশজুড়ে লকডাউন ঘোষণা হয়। একে একে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে শুরু করলেও সুলতান আর ফেরেননি। বাড়ি থেকে তার খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। লকডাউনের পর দিল্লিতেও গিয়ে খোঁজ চালান তার দিদি কৌসর বিবি। কিন্তু কোথাও সুলতানের সন্ধান মেলেনি। হতাশ পরিবার শেষমেশ ধরে নেয়, করোনা সংক্রমণে হয়তো মৃত্যু হয়েছে সুলতানের।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে সন্ধান
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতেই নোংরা অবস্থায় ট্রেনের কামরায় বসে থাকা এক ব্যক্তিকে দেখতে পান সুলতানের দিদি কৌসর বিবি। তার বড় বড় চুল, দাড়ি, বিধ্বস্ত চেহারা। এক যাত্রী তাকে খাবার দিচ্ছেন। ভাইকে চিনতে পেরে কান্নায় ভেঙে পড়েন দিদি। এরপর সঙ্গে সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের জানান।

আরও পড়ুন

পুলিশের দ্বারস্থ পরিবার
ভিডিওটি দেখার পরই সুলতানের দিদি এবং স্ত্রী রেহানা বিবি মানিকচক থানার দ্বারস্থ হন। নিখোঁজ সুলতানকে ফিরিয়ে আনার জন্য পুলিশের কাছে আর্জি জানান তারা। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছয় বছর পর ভাইকে জীবিত অবস্থায় দেখতে পেয়ে তারা উচ্ছ্বসিত হলেও তার মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ার আশঙ্কা করছেন।

দিদির আর্তি: "ভাইকে বাড়ি ফিরিয়ে আনুন"
সুলতানের দিদি মৌসম বিবি বলেন, "ভেবেছিলাম ভাই আর বেঁচে নেই। কিন্তু ভিডিওতে তাকে দেখে খুব খুশি হয়েছি। তবে ভাই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে বলে মনে হচ্ছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি যেন তাকে খুঁজে বের করে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।"

Advertisement

পরিবারের আবেগঘন আবেদন
ছয় বছর ধরে ভাইয়ের খোঁজে দিশেহারা হয়ে পড়েছিল পরিবার। এতদিন পর তার খোঁজ পেয়ে তারা আবেগাপ্লুত। তবে এখন একটাই চাওয়া, প্রিয়জনকে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনা। প্রশাসন ইতিমধ্যে ভিডিওটি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছে।

সংবাদদাতা- মিল্টন পাল
 


 

TAGS:
Read more!
Advertisement
Advertisement