Advertisement

মালদায় ছাদ থেকে পড়ে প্রাক্তন পুলিশ কর্মীর মৃত্যু, আশঙ্কাজনক স্ত্রীও

সমীর হালদার নামে ওই ব্যক্তি ইংরেজবাজার থানাতেই কনস্টেবল পদে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো সোমবারও বাড়ির তিনতলার ছাদে ফুলগাছে জল দিচ্ছিলেন সমীরবাবু। সেই সময়ই আসাবধানতায় পা ফসকে নিচে পড়ে যান তিনি। সমীরবাবুকে বাঁচাতে গিয়ে নিচে পড়ে যান তাঁর স্ত্রী ঝুমা হালদারও।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
মিল্টন পাল
  • মালদা,
  • 20 Dec 2021,
  • अपडेटेड 11:24 AM IST
  • ছাদ থেকে পড়লেন পুলিশ কনস্টেবল
  • হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা
  • মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্ত্রী

ছাদ থেকে পড়ে মৃত্যু প্রাক্তন পুলিশ কর্মীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্ত্রীও। ঘটনাটি ঘটেছে মালদার (Malda) ইংরেজবাজারের ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকায়। ঘটনার জেরে শোকের ছায়া গোটা এলাকায়। 

জানা গিয়েছে, সমীর হালদার নামে ওই ব্যক্তি ইংরেজবাজার থানাতেই কনস্টেবল পদে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো সোমবারও বাড়ির তিনতলার ছাদে ফুলগাছে জল দিচ্ছিলেন সমীরবাবু। সেই সময়ই আসাবধানতায় পা ফসকে নিচে পড়ে যান তিনি। সমীরবাবুকে বাঁচাতে গিয়ে নিচে পড়ে যান তাঁর স্ত্রী ঝুমা হালদারও।

দম্পতিকে তড়িঘড়ি মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে সমীরবাবুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সমীরবাবুর স্ত্রী। এই ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসীরা। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement