Advertisement

Malda: ফের তপ্ত মালদা, একাধিক কোপ মেরে খুন যুবককে, নামানো RAF

মালদার ইংরেজবাজার থানার সিকান্দারপুর গ্রামে রাত পাহারায় থাকা অবস্থায় দুই যুবকের উপর দুষ্কৃতী হামলায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আর একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। নিহত যুবকের নাম শিবু মণ্ডল, আর আহত যুবক সূর্য মণ্ডল এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

রাত পাহারায় গিয়ে খুন যুবক।-ফাইল ছবিরাত পাহারায় গিয়ে খুন যুবক।-ফাইল ছবি
Aajtak Bangla
  • 23 Apr 2025,
  • अपडेटेड 12:20 PM IST
  • মালদার ইংরেজবাজার থানার সিকান্দারপুর গ্রামে রাত পাহারায় থাকা অবস্থায় দুই যুবকের উপর দুষ্কৃতী হামলায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আর একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
  • নিহত যুবকের নাম শিবু মণ্ডল, আর আহত যুবক সূর্য মণ্ডল এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

মালদার ইংরেজবাজার থানার সিকান্দারপুর গ্রামে রাত পাহারায় থাকা অবস্থায় দুই যুবকের উপর দুষ্কৃতী হামলায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আর একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। নিহত যুবকের নাম শিবু মণ্ডল, আর আহত যুবক সূর্য মণ্ডল এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি গ্রামে বহিরাগতদের আনাগোনা এবং লুঠপাট, এমনকি মহিলাদের সঙ্গে অশালীন আচরণের ঘটনা বাড়তে থাকায় পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে এলাকাবাসীরা রাতে পালা করে পাহারার সিদ্ধান্ত নেন। সেই মতো মঙ্গলবার রাতে পাহারা দিতে বের হন শিবু ও সূর্য। তখনই তাঁদের উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা এবং ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কুপিয়ে চম্পট দেয়।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায়। ক্ষিপ্ত গ্রামবাসীরা মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করেন। পুলিশের সঙ্গে তাঁদের বচসা ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং র‍্যাফ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের খোঁজে তল্লাশি চলছে এবং ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে গ্রামবাসীদের দাবি, বহিরাগতদের দৌরাত্ম্য থামাতে কার্যকর ব্যবস্থা না নিলে এমন ঘটনা আরও ঘটতে পারে। সিকান্দারপুর এখন আতঙ্ক ও ক্ষোভের আবহে মোড়া। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, তবে স্থানীয়রা দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাচ্ছেন।

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement