প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল চুরির অভিযোগ। ঘটনাটি মালদার ইংরেজবাজারের। সেখানকার ২৩ নম্বর ওয়ার্ডের ঝঞ্ঝা কুমার বিদ্যাপীঠের মিড ডে মিলের চাল লোপাটের অভিযোগ উঠেছে। আর সেই দাবি তুলেছেন ওই স্কুলেরই দুই শিক্ষক।
জানা গিয়েছে, ২০২২ সালের মার্চ মাসে ষ্টাফ কাউন্সিল দ্বারা নির্বাচিত হয়ে ওই বিদ্যালয়ের দুই শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল এবং ভিক্টর কুন্ডু মিড ডে মিলের নোডাল শিক্ষক হিসাবে দায়িত্ব পান। তাঁদের দাবি, এই দায়িত্বে থাকার সময় তাঁদের নজরে আসে যে, স্কুলের প্রধান শিক্ষক সাগর কুমার কুন্ডু মিড ডে মিল চালের হিসাবে গরমিল করছেন।
দুই শিক্ষকের দাবি, একাধিকবার এই বিষয়ে প্রতিবাদ করেছেন। আর তারপর জেলাশাসক,পৌরসভার চেয়ারম্যান এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা।
অভিযোগ দায়েরের সঙ্গে সঙ্গে সেটা চাউর হতে বেশি সময় লাগেনি। গোটা পরিস্থিতিতে হতবাক স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। স্কুলের প্রধান শিক্ষকের পাশাপাশি আরও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দুই শিক্ষক মালদার জেলাশাসক, ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান এবং ইংলিশবাজার থানায় ঘটনার তদন্ত চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
তবে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত অভিযুক্ত প্রধান শিক্ষকের কোনও প্রতিক্রিয়া মেলেনি। সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হতে তিনি অস্বীকার করেন। এদিকে এই নিয়েই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ীর অভিযোগ, 'এই তৃণমূল দল সারা পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থাকে লাটে তুলে দিয়েছে। তাই আমরা চারিদিকে দেখছি মিড ডে মিলের টাকা চুরি, ট্যাবের টাকা চুরি শুরু হয়েছে।'
পাল্টা জবাব দেন তৃণমূলের জেলা মুখোপাত্র আশিস কুন্ডু। তাঁর দাবি, 'বাংলার মুখ্যমন্ত্রী চান মিড ডে মিল যাতে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় সঠিক ভাবে রূপায়িত হয়। এরপরও যদি মিড ডে মিলের বিরুদ্ধে কোন দুর্নীতি হয় তাহলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মিড ডে মিলের চাল তছরুপের যে অভিযোগ উঠছে আমরা চাই সঠিক ভাবে এই ঘটনার তদন্ত হোক এবং ছাত্র-ছাত্রীদের কাছে মিড ডে মিলের খাবার পৌঁছে যাক।'
সংবাদদাতাঃ মিল্টন পাল