Advertisement

Maldah School Bus Accident: মালদায় ৭১ পড়ুয়াকে নিয়ে উল্টে গেল স্কুল বাস

বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। উল্টে যায় পাশের নয়াজুলিতে। স্থানীয়রা ছুটে এসে হাত লাগান উদ্ধারে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

উল্টে গেল বাস।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Jul 2022,
  • अपडेटेड 5:30 PM IST
  • মালদায় উল্টে গেল স্কুল বাস।
  • দুর্ঘটনার সময় ৭১ জন স্কুল পড়ুয়া ওই বাসে ছিল।

মালদায় বাস দুর্ঘটনা! স্কুল থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস। শনিবার দুপুরে ইংরেজবাজার থানার লক্ষ্মীপুরে দুর্ঘটনার জেরে জখম হয়েছে বেশ কয়েক জন পড়ুয়া। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,শনিবার দুপুর দুটো নাগাদ শনিবার মালদহের ইংরেজবাজারের পলিটেকনিক কলেজের সামনের রাস্তা দিয়ে পড়ুয়াদের নিয়ে বাড়ি ফিরছিল স্কুল বাসটি। মালদহ-মানিকচক রাজ্য সড়কে বাসটি উল্টে যায়। সেই সময় বাসে ৭১ জন পড়ুয়া ছিল। এর মধ্যে ১৫ জন আহত। কয়েক জনের মাথাতেও চোট লেগেছে বলে খবর। প্রায় আট জনের জখম গুরুতর।

জানা গিয়েছে, ওই বাসটি কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল। ছুটির পর ফেরার পথে এই দুর্ঘটনা। এক প্রত্যক্ষদর্শী জানালেন,'দেখতে পেলাম বাসটি আস্তে আস্তে উল্টে যাচ্ছে। আস্তেই যাচ্ছিল।' দুর্ঘটনার পর উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের ভর্তি করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

স্কুল বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল তা খতিয়ে দেখছে পুলিশ।   

আরও পড়ুন- রবিবার শিয়ালদায় বাতিল ৩৮ লোকাল, প্রভাব এক্সপ্রেসেও, পুরো তালিকা

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement