বুধবার মেটিয়াবুরুজে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বললেন, ‘মোদী সরকারকে বদল করা ভীষণ জরুরি। শুনুন, আমাদেরও অনেক ধমকান অনেক সময়ে। কিন্তু আমাদের হুমকি দিয়ে কিছু করা যাবে না। আমরা লড়তে পারি। আমাকে, অভিষেককে অ্যারেস্ট করবে বলে। তো করো না? কত কারাগার আছে, দেখো অ্যারেস্ট করে।’
এরপর মমতার লেখা উর্দু শায়েরি পড়ে শোনান ফিরহাদ হাকিম। তিনি পড়েন, ‘আপ কবর সে ডরতে হো, অউর কফন মেরা ইন্তেজার করতা হ্যায়। মমতা বলেন, ‘একটাই দল যে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়বে বিজেপির বিরুদ্ধে। ঝুঁকেগা নহি। খেলা হবে।’
শিক্ষক নিয়োগ মামলা নিয়ে মোদীকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘দেখে নেব কার কত গায়ের জোর। আমরা শিক্ষক নিয়োগ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছি। আমার কাছে সবাই সমান।’ এর পাশাপাশি বিস্ফোরক অভিযোগ তোলেন মমতা। বলেন, ‘ক্রসচেক করে নিন। দমদমে সিপিএম পার্টি ঠিক করে নিয়েছে, তাদের এমপি ভোটটা বিজেপিকে দেবে। আর বরাহনগরে যে এমএলএ ভোটটা... অভিষেক এটা শুনে রাখো...সিপিএম বিজেপিকে দেবে। কিছু শুনলেন? আপনার এলাকায় টাকা আসছে না কি? না এলে আসবে। বিজেপির ছলনা।’
উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে তৃণমূল থেকে আসা শীলভদ্র দত্তের ওপর ভরসা রেখেছে বিজেপি। সেই ভোটের মাত্র তিন দিন আগেই বিস্ফোরক অভিযোগ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, দমদম কেন্দ্র নিয়ে সিপিএম ও বিজেপির মধ্যে ‘সেটিং’ হয়েছে, এমন কথা তাঁর কানে এসেছে।
বুধবার যাদবপুর কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে বারুইপুরে ছিল একটি জনসভা। সেখানে বক্তব্য রাখার সময়ই এমন অভিযোগ তোলেন মমতা। তিনি দাবি করেন, লোকসভা ও বিধানসভায় কার ভোট কারা পাবে, সেই সমঝোতা হয়ে গিয়েছে বাম ও পদ্ম শিবিরের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, লোকসভা ও বিধানসভায় নির্বাচনে বামেদের ভোট পাবে বিজেপি। এমনটাই নাকি ঠিক হয়েছে দুই দলের মধ্যে।