পহেলগাঁওয়ে নিহত বাঙালি পর্যটকদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। নিহত পর্যটকদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তেহট্টের বাসিন্দা নিহত প্যারা কমান্ডো ঝন্টু আলি শেখের স্ত্রীকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
নবান্নে এদিন ফোনে বার্তায় মমতা জানিয়েছেন, বাঙালি পর্যটক বিতানের স্ত্রীকে ৫ লক্ষ টাকা এবং তাঁর বাবা-মাকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি, বিতানের বাবা-মাকে ১০ হাজার টাকার পেনশন ও স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
পহেলগাঁওয়ে নিহত তিন বাঙালি পর্যটকের মধ্যে বিশেষ ভাবে চর্চায় রয়েছে বিতানের পরিবার। বিতানের স্ত্রীর সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ রাজনৈতিক দিক থেকে তাৎপর্য পেয়েছে। সেই সঙ্গে বিতানের স্ত্রীর কিছু মন্তব্য ঘিরেও চর্চা চলেছে। এই প্রেক্ষাপটে বিতান-সহ তিন বাঙালি পর্যটকের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে অন্যতম দর্শনীয় স্থান পহেলগাঁওয়ের বৈসরণে পর্যটকদের উপর এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। হামলায় ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে ৩ জন বাঙালি পর্যটক। জখম হয়েছেন আরও অনেকে। পুলওয়ামার হামলার পর ভূস্বর্গে এত বড় মাপের জঙ্গি হামলা হল। পর্যটকে ঠাসা কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে। কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, 'ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বার করবে। তাদের চিহ্নিত করে শাস্তি দেবে। শাস্তি দেওয়া হবে তাদের মদতদাতাদেরও।' মোদী এ-ও বলেছেন, 'যে সব জঙ্গি এই হামলা ঘটিয়েছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে, যা কল্পনাতীত।' পাক নাগরিকদের দেওয়া সমস্ত ভিসা বাতিল করে দেওয়া হয়েছে।