Advertisement

Mamata Banerjee: বাংলায় ফেরা পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে ৫ হাজার টাকা ভাতা, শ্রমশ্রী প্রকল্প ঘোষণা মমতার

সোমবার নবান্ন থেকে বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য নয়া প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্প করা হচ্ছে। শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। মাসে মাসে সহায়তা ৫ হাজার। ফিরে আসার পর ১২ মাস নতুন কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত সহায়তা। উৎকর্ষ বাংলায় স্কিল ট্রেনিং দেওয়া হবে। কর্মশ্রীতে এদের জবকার্ড দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পাবেন ২২ লক্ষ ৪০ হাজার পরিযায়ী শ্রমিক।  

মমতা বন্দ্য়োপাধ্যায়।-ফাইল ছবিমমতা বন্দ্য়োপাধ্যায়।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Aug 2025,
  • अपडेटेड 4:43 PM IST
  • সোমবার নবান্ন থেকে বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য নয়া প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • তিনি বলেন, 'শ্রমশ্রী, নতুন পরিকল্পনা।

সোমবার নবান্ন থেকে বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য নয়া প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্প করা হচ্ছে। শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। মাসে মাসে সহায়তা ৫ হাজার। ফিরে আসার পর ১২ মাস নতুন কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত সহায়তা। উৎকর্ষ বাংলায় স্কিল ট্রেনিং দেওয়া হবে। কর্মশ্রীতে এদের জবকার্ড দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পাবেন ২২ লক্ষ ৪০ হাজার পরিযায়ী শ্রমিক।'  

মুখ্যমন্ত্রীর ঘোষণা, 'শ্রমশ্রী নিয়ে পোর্টাল খোলা হবে। যাদের নাম নথিভুক্ত নেই, করতে পারবেন। পরিযায়ী শ্রমিকদের যে পোর্টাল আছে সেখানেও আবেদন করা যাবে। শ্রমশ্রী পোর্টালেও আবেদন করতে পারবেন। আমাদের পাড়া আমাদের সমাধান থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে তথ্য জোগাড় করা হবে। এই প্রকল্প মন্ত্রিসভায় পাশ হয়েছে।'

মুখ্যমন্ত্রী আরও বলেন, 'শ্রমশ্রী নিয়ে পোর্টাল খোলা হবে। যাদের নাম নথিভুক্ত নেই, করতে পারবেন। পরিযায়ী শ্রমিকদের যে পোর্টাল আছে সেখানেও আবেদন করা যাবে। শ্রমশ্রী পোর্টালেও আবেদন করতে পারবেন। আমাদের পাড়া আমাদের সমাধান থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে তথ্য জোগাড় করা হবে। এই প্রকল্প মন্ত্রিসভায় পাশ হয়েছে।'

মমতা আরও বলেন, 'কল্যাণী এইমস মেন্টাল হেলথের নাম করে এনআরসির সার্ভে করছে। একটা পার্টির হয়ে কাজ করছে ওরা। এইমসকে অনেক সাহায্য করা হয়েছে। তাদের জমি দেওয়া হয়েছে। পরোক্ষে অনেক সংস্থার নাম করে সার্ভে করা হচ্ছে। কাউকে কোনও তথ্য দেবেন না। সজাগ থাকুন।'
 

 

Read more!
Advertisement
Advertisement