Advertisement

Mamata Banerjee: দুর্গাপুরকাণ্ডে তাঁর মন্তব্যে বিতর্কের ঝড়, 'ইচ্ছাকৃত ভাবে বিকৃত করা হয়েছে,' দাবি মমতার

দুর্গাপুরকাণ্ড নিয়ে তাঁর করা মন্তব্য ইচ্ছাকৃত ভাবে বিকৃত করা হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'রাতে মেয়েদের বেরোতে দেওয়া উচিত নয়।' মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই কথাগুলি আউট অফ কনটেক্সট নেওয়া হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • হাসিমারা ,
  • 13 Oct 2025,
  • अपडेटेड 7:33 AM IST
  • তাঁর মন্তব্য বিকৃত করা হয়েছে
  • দাবি মমতা বন্দ্যোপাধ্যায়
  • আউট অফ কনটেক্স তাঁর কথা নেওয়া হয়েছে

'কীভাবে ওই প্রাইভেট কলেজের ছাত্রী রাত সাড়ে ১২টায় ক্যাম্পাসের বাইরে বেরোলেন? মেয়েদের রাতে বাইরে বেরোতে দেওয়া উচিত নয়।' উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দুর্গাপুর গণধর্ষণকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে বাংলায়। তীব্র নিন্দা করছে বিরোধী শিবির। এই নিয়ে এবার মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ইচ্ছাকৃত ভাবে বিকৃত করা হয়েছে মন্তব্যটিকে। 

কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
রবিবার উত্তরবঙ্গে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'ওটি একটি প্রাইভেট কলেজ। মেয়েটির নিরাপত্তার দায়িত্ব তো সেই প্রাইভেট কলেজেরই। রাত সাড়ে ১২টা নাগাদ কীভাবে মেয়েটি ক্যাম্পাসের বাইরে গেল। জঙ্গল এলাকায় ঘটনাটি ঘটেছে বলে শুনেছি। কী হয়েছে জানি না। পুলিশ খতিয়ে দেখছে। বেসরকারি কলেজগুলির উচিত নিরাপত্তা আরও জোরদার করা। বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করা উচিত। রাতে তাদের বাইরে বেরোতে দেওয়া উচিত নয়।' মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, 'পুলিশ কীভাবে জানবে রাতে কখন কে বেরোবে! বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েদের অনুরোধ করব রাতে যেন তাঁরা না বেরোয়। বেসরকারি মেডিক্যাল কলেজেরও একটা দায়িত্ব আছে। কেউ যদি রাত সাড়ে ১২টায় কোথাও যায়, পুলিশ তো আর তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না।'

মুখ্যমন্ত্রীর দাবি 
উত্তরবঙ্গে পৌঁছে এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আউট অফ কনটেক্সট আমার কথাগুলো নেওয়া হয়েছে। দমদম বিমানবন্দরে আমার করা মন্তব্য ইচ্ছাকৃত ভাবে বিকৃত করা হয়েছে। আপনারা প্রশ্ন করেছেন, আমি জবাব দিয়েছি। কিন্তু সেই জবাব ঘুরিয়ে পেঁচিয়ে পরিবেশন করা হয়েছে। সম্পূর্ণ আউট অফ কনটেক্সট। এই ধরনের নোংরা রাজনীতি আমার সঙ্গে করবেন না। আমি অন্যদের মতো নই। সাংবাদিকদের সঙ্গে সরাসরি দেখা করি। অন্যরা আগাম তৈরি করা প্রশ্নের উত্তর দেয়।'

যদিও দুর্গাপুরকাণ্ডে দোষীরা কেউই ছাড়া পাবে না বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটিকে 'শকিং' বলেই উল্লেখ করেন তিনি। জানান, বাংলা এই ধরনের ঘটনায় জিরো টরারেন্স নীতি নিয়ে চলে। যদিও তারপরই তাঁর মন্তব্য, 'রাতে মেয়েদের বেরোতে দেওয়া উচিত না। নিজেদেরও সুরক্ষিত রাখতে হবে তাদের।'

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement