Advertisement

Mamata Banerjee : রাজ্যে ৮৯ হাজার শিক্ষক নিয়োগ; সিলেবাসে জুড়ছে আরও এক নয়া বিষয়

শিক্ষকদের ভূয়ষী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমাদের স্কুলের টিচাররা গর্বের গর্ব, তাঁরা যেভাবে শিক্ষা দেন। সারা পৃথিবীতে বাংলা মেধায় দখল করে নেবে। আমাদের দেশের ইতিহাস, ধর্ম, নিরপেক্ষতা জানতে হবে।' রাজ্যে আরও ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে বলার সময় নাম না করে ফের একবার শিক্ষক নিয়োগ দুর্নীতি-আন্দোলনের প্রসঙ্গ উত্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, 'কয়েকটা ছেলেমেয়ে বসেছিল রাস্তায়, আমার সঙ্গে দেখা হয়েছিল। আমি বলেছিলাম করে দিন। তখনকার শিক্ষামন্ত্রী বলেছিলেন এদের নম্বর পারমিট করছে না। তবুও আমি বলেছিলাম করে দিন।' 

মমতা বন্দ্যোপাধ্যায়মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Sep 2022,
  • अपडेटेड 2:34 PM IST
  • শিক্ষারত্ন সম্মাননা প্রদান অনুষ্ঠান
  • শিক্ষকদের প্রশংসায় মমতা
  • আরও শিক্ষক নিয়োগের ঘোষণা

সিলেবাসে নতুন বিষয় অন্তর্ভুক্তির প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষারত্ন সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে নৈতিক চরিত্র গঠন সংক্রান্ত বিষয়টি সিলেবাসে রাখার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, 'শিক্ষকদের কাছে আবেদন একটা করে ক্লাস রাখুন। শিক্ষামন্ত্রীর কাছে আবেদন, নৈতিক চরিত্র গঠন সিলেবাসে রাখা উচিত।' 

এদিনের অনুষ্ঠানে রাজ্যের শিক্ষকদের ভূয়ষী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমাদের স্কুলের টিচাররা গর্বের গর্ব, তাঁরা যেভাবে শিক্ষা দেন। সারা পৃথিবীতে বাংলা মেধায় দখল করে নেবে। আমাদের দেশের ইতিহাস, ধর্ম, নিরপেক্ষতা জানতে হবে।' রাজ্যে আরও ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে বলার সময় নাম না করে ফের একবার শিক্ষক নিয়োগ দুর্নীতি-আন্দোলনের প্রসঙ্গ উত্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, 'কয়েকটা ছেলেমেয়ে বসেছিল রাস্তায়, আমার সঙ্গে দেখা হয়েছিল। আমি বলেছিলাম করে দিন। তখনকার শিক্ষামন্ত্রী বলেছিলেন এদের নম্বর পারমিট করছে না। তবুও আমি বলেছিলাম করে দিন।' 

এক্ষেত্রে যেকোনও ইস্যুতে জনস্বার্থ মামলা করাকেও নিশান করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা চাকরি দিতে চাই। কিন্তু কেউ কেউ পিআইএল করার নামে জীবনটাকেই পিআইএল করে দিচ্ছে। কেউ আছে নিজে আমিও কাব না, ওকেও খেত দেব না।' এক্ষেত্রে পিআইএল-এর জন্য নিয়োগ প্রক্রিয়া আটকে যাচ্ছে বলেও এদিন আক্ষেপের সুর শোনা যায় মমতার গলায়।

আরও পড়ুন

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'দুর্নীতি নিয়ন্ত্রণের পুরো ক্ষমতা আমার হাতে নেই। আমি কতোটা লোভী হব সেটা নিজের ওপর। কতোটা ভালভাবে চলবো সেটা নিজের ওপর। একজন শিক্ষক যদি একটা ভুল করে তাহলে পরেরদিন হইচই হচ্ছে। কিন্তু সেই শিক্ষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কীভাবে পড়াচ্ছেন, বাড়ি গিয়েও খাতা দেখতে হয়, সেটাতো আমরা মনে রাখছি না।' 

 

Read more!
Advertisement
Advertisement