উত্তরবঙ্গ থেকে পুরোদস্তুর ভোট প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাম না করে বলেন, 'আরও একজন বাবু আছে। আমরা তাড়িয়ে দিয়েছি। আমাদের দলে ছিল আপদ, ও দলে হয়েছে সম্পদ। আমি শুনেছি সেন্ট্রাল পুলিশের টুপিও পরে। আমি ভিডিও চেয়েছি। ৪-৫ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। ক'দিন আগে উদয়নকেও অ্যাটাক করেছিল। কিন্তু বাবু, আমি বলব তোমার নামে কত কেস আছে? তুমি নাকি আজ স্বরাষ্ট্র-হোম মিনিস্টার। লজ্জা, দেশের কলঙ্ক। কেন? আর ভাল লোক ছিল না?'
আজ, বৃহস্পতিবার উত্তরবঙ্গে জোড়াসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই সভা থেকেই পুরোদমে উত্তরবঙ্গে ভোটপ্রচার শুরু হল মমতার। প্রথম সভাটি কোচবিহারের মাথাভাঙার গুমানির হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে। তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়ার সমর্থনে সভা করবেন। দ্বিতীয় জনসভা জলপাইগুড়ির মাল আদর্শ বিদ্যাভবনের মাঠে। সেখানে তিনি সভা করবেন প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে।
এদিনের সভায় মমতা বলেন, 'তোমার বিরুদ্ধে কী কী অভিযোগ আছে বলে দেব? সমস্ত কেস বলে দেব। নিজের উন্নয়ন করেছে। ২০-৩০ গাড়ি নিয়ে ঘুরেছে। কোচবিহারের জন্য একটা কাজও করেনি। রাজার মতো ঘুরে বেরিয়েছে।' অনেকের মতে, নিশীথ প্রামাণিকের উদ্দেশ্যেই তিনি ওই কথা বলেছেন।
উল্লেখ্য, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর গাড়িতে হামলার অভিযোগ ওঠে রবিবার সন্ধ্যায়। কোচবিহারের হরিণ চওড়া এলাকায় ঘটনাটি ঘটে। বিজেপির মিছিল থেকে হামলার অভিযোগ ওঠে। পাল্টা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের মিছিলে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাদের। উদয়ন গুহ দিনহাটা থেকে কর্মসূচি সেরে কোচবিহারে যাচ্ছিলেন। ঘুঘুমারির তোর্ষা ব্রিজের পর হরিণ চওড়া ধরে যাচ্ছিল মন্ত্রীর গাড়ি। সেই সময় গাড়ির উপর হামলা হয় বলে অভিযোগ। গাড়ির পিছন দিকের কাচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় বলে অভিযোগ।