মাঠে ঘাটে, ধুলোর গন্ধে মাটি মাখা দিদি আর নেই। এই দিদি লক্ষ লক্ষ টাকা খরচ করেন বিউটিশিয়ানদের পেছনে। মঙ্গলবার এমনভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন অধীর রঞ্জন চৌধুরী। শুধু তাই নয়। রেশন বন্টন দুর্নীতি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন তিনি। কংগ্রেস সাংসদ বলেন, 'এই রেশন দুর্নীতি তিনি জানতেন, তিনি ভাগ খেয়েছেন।'
এদিন রাজ্য সরকারের কড়া সমালোচনা করে অধীর চৌধুরী বলেন: