উত্তরবঙ্গের দুর্যোগকবলিত এলাকায় বিজেপি নেতাদের ওপর হামলার পরেই সরাসরি ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে নাগরাকাটা ও জলপাইগুড়ি জেলার পরিস্থিতি পর্যালোচনা করতে উত্তরবঙ্গে পৌঁছেই তিনি সংযম ও ঐক্যের বার্তা দেন। তাঁর কথায়, 'এই সময় কোনও অপ্রীতিকর ঘটনা কাম্য নয়।'
মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমেও লেখেন, 'উত্তরবঙ্গের এক রাতের প্রবল বৃষ্টিতে বহু মানুষ মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। তাঁদের কষ্ট আমরা গভীরভাবে অনুভব করছি। এই কঠিন সময়েও আমাদের মনে রাখতে হবে, একতা ও ধৈর্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।'
তিনি আরও বলেন, 'সরকার ও প্রশাসন সর্বাত্মকভাবে মানুষের পাশে আছে। আমরা সবাই মিলে এই দুর্যোগ কাটিয়ে উঠব। শান্ত থাকুন, গুজবে কান দেবেন না, চারপাশের মানুষকে সহযোগিতা করুন।'
যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে সরাসরি কোনও ঘটনার উল্লেখ করেননি, রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর এই বার্তা এসেছে।
উল্লেখ্য, সোমবার সকালে নাগরাকাটার দুর্যোগকবলিত এলাকাগুলি পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। অভিযোগ, বামনডাঙা এলাকায় প্রবেশের আগে স্থানীয় কিছু মানুষ তাঁদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান, লাঠি ও জুতো নিয়ে হামলা করেন। এমনকি নদী থেকে পাথর তুলে তাঁদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় মাথা ফেটে যান খগেন মুর্মু, গলগল করে রক্ত ঝরতে থাকে। শঙ্কর ঘোষকেও ধাক্কা দেওয়া হয়। বর্তমানে দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন।