
Mamata Banerjee on Baro ma: লোকসভার পঞ্চম দফার আগে আরও একবার মতুয়া ভোটকে পাখির চোখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণীর জনসভায় বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা। শান্তনু ঠাকুরের বড়মায়ের ঘর দখলকে কেন্দ্র করে অশান্তিতে মঙ্গলবার আবারও বিজেপিকে বেঁধেন তিনি। বলেন, "বড়মার ঘরটা তালা দিয়েছ কেন? ওটায় মানুষ যান দেখতে। ছোট্ট একটা ঘর। আমিও যেতাম। ওটাও বিক্রি করে খাবে নাকি? এত সস্তা! মানুষ ওর থেকে বড় পরিবার। আমি মনে করি আমার পরিবার সবচেয়ে বড় পরিবার। জনতার পরিবার।"
সিএএ, এনআরসি প্রসঙ্গে এদিন ফের বলেন, "আমি কথা দিচ্ছি, কোনও মতুয়ার গায়ে হাত লাগাতে দেব না, যারা আপনাদের চমকাচ্ছে। আর যদি সত্যি ওতে নাগরিকত্ব পান, আপনার যিনি লোকসভার প্রার্থী-মন্ত্রী, পাঁচ বছরে যাঁর টিকি পাওয়া যায়নি। নাগরিকত্ব দেবে বলে নাম লিখিয়েছে, টাকাও তুলেছেন কোথাও কোথাও। আবার নাগরিকত্ব দেবেন বলে। নাম লেখালেই বিদেশী। আমরা স্বদেশীই ভআলো। ইউসিসি করতে দেব না মনে রাখবেন। মোদী যাক, মনুষ্যত্ব থাক। সব সুবিধা দেব আমরা। ঠাকুরনগর উন্নয়ন কে করেছে? সব করব আমরা।"
এও বলেন, "ইন্ডিয়া জোট ২৯০ থেকে ৩০০ টি আসন পাবে। মোদী প্রচুর মিথ্য়া গ্যারান্টি দিচ্ছে। মোদীর গ্যারান্টি আসলে ফোর টোয়েন্টি। গ্যারান্টিবাবুর মিথ্যে বেরিয়ে গিয়েছে। মহুয়ার ওখানে ইভিএম মেশিনে তৃণমূলকে ভোট দিচ্ছে বিজেপিতে ছাপ পড়ছে।"
আরও বলেন, "ভোট এলে সিএএ-র কথা মনে পড়ে। মতুয়া ভোটের কথা মনে পড়ে। ভাগাভাগির রাজনীতি মনে পড়ে। এরা এসসি, এসটি, সব তুলে দেবে। আদিবাসী এবং সংখ্যালঘুদের তুলে দেবে। হিন্দুদেরও তুলে দেবে। আসামে এনআরসি হওয়ার সময় ১৯ লক্ষ হিন্দু বাঙালি বাদ হয়েছিল। এখনও অনেকে জেলে। কয়েক দিন আগেও আমি গিয়ে ওদের দুঃখের কথা শুনে এসেছিলাম। মোদী গ্যারান্টি মানে নো গ্যারান্টি।"