
'GST তুলে দেওয়া উচিত। এটা আমাদের বড় ব্লান্ডার।' সোমবার উত্তরকন্যা প্রশাসনিক ভবন মঞ্চ থেকে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। GST কমানোর অছিলায় কেন্দ্র আদতে রাজ্যকে বঞ্চিত করেছে বলেই মনে করছেন তিনি।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি মনে করি GST তুলে দেওয়া উচিত। আমরাই প্রথম দল যারা বলেছিলাম GST হওয়া উচিত। তখন অমিত মিত্র আমাকে বুঝিয়েছিলেন। আমি মেনে নিয়েছিলাম। কিন্তু আমাদের বড় ব্লান্ডার এটা।' আরও ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন, 'সব ট্যাক্স কেন্দ্র সংগ্রহ করে নিয়ে চলে যাচ্ছে। এবার নিজেদের মস্তিষ্ক প্রসূত ওয়েস্টফুল এক্সপেনডিচার করে আমাদের শেয়ারের টাকা না দিয়ে বিজেপি শাসিত রাজ্যকে দিচ্ছে। যারা বিদেশে গিয়ে সোনার মালা পরে আসছে, তাদের সাহায্য করছে। আমাদের নয়। রাজ্যের টাকা রাজ্যকে ফিরিয়ে দেওয়া উচিত। তারা প্রোগ্রামের নাম ঠিক করবে, তারপর তা চাপিয়ে দেবে, আর আমাদের টাকা ধ্বংস করে অপপ্রচার করবে।'
স্বাস্থ্য বিমায় GST শূন্য করে দেওয়া নিয়ে মমতা বলেন, 'বিজ্ঞাপন দিচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। বলা হচ্ছে, মেডিক্যাল বিমায় GST মকুব করে দিয়েছে। সবটা মিথ্যে। GST লুট, রাজ্যের GST লুট, আর বলছে ঝুট। স্বাস্থ্য বিমায় জিরো GST করার জন্য আমাদের রাজ্য থেকে ২০ হাজার কোটি টাকা কেটে নিয়েছে। আমাদের GST ফান্ড থেকে।'